শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে

ড. বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নেই। জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতি করে তারা আঁতাত করেছে। ইভিএমে ভোট হলে তারা কোনো প্রার্থীর জন্য আগে থেকে প্রোগ্রামিং করে রাখতে পারে। তাই ঢাকা সিটির নির্বাচনে এই কমিশনের কাছে নিরপেক্ষ ভোট আশা করা দুরাশা হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনের জালিয়াতির প্রমাণ দিয়েছি। ব্যালট পেপারে ভোট হলে মানুষের সামনে ভোট পড়ে। কিন্তু ইভিএমে তো কিছু দেখার উপায় নেই। এখানে যদি আগে থেকে কোনো প্রার্থীর পক্ষে প্রোগ্রামিং করে রাখে তাহলে ভোট চুরি করা সম্ভব। জনগণের চোখেও ধরা পড়বে না এ চুরি। ব্যালট পেপারে ভোট হলে এটা করতে সুবিধা হতো না। প্রার্থীর এজেন্ট নিজেদের দায়িত্ব পালন করতে পারত, মিডিয়া তাদের কাজ করতে পারত। তাহলে জালিয়াতি বন্ধ করা যেত। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু নিরপেক্ষতা হারিয়েছে তাই তাদের বিশ্বাস করা বোকামি। ইভিএমের হিসাব তো কাগজে থাকছে না। প্রার্থীর এজেন্টও রাখতে পারছে না। তাই ঢাকা সিটির ভোট নিরপেক্ষ হবে এটা আশা করা দুরাশা। এই নির্বাচন কমিশনের পক্ষে যে কোনো ধরনের জালিয়াতি সম্ভব। তার প্রমাণ বিগত জাতীয় সংসদ নির্বাচন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর