শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিটিতে বিতর্কিত কেউ দলীয় মনোনয়ন পাবে না : কাদের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জনপ্রিয়তা ছাড়া বিতর্কিত কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হবে না। যাকে জনগণ ভালোবাসেন, যার জনপ্রিয়তা বেশি এবং যে প্রার্থী বিজয়ী হতে পারবেন, তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে।’

তিনি গতকাল দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) চার লেনে উন্নীতকরণ কাজের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হবে। এই দুই সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ ক্ষেত্রে সরকার এবং সরকারি দল কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।’

ওবায়দুল কাদের দ্বিতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এ অনুষ্ঠানে তাকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ফুলেল শুভেচ্ছা জানান। বিশেষ অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশ আজ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কে এইচ জেমিং, রোডস অ্যান্ড হাইওয়ের প্রধান প্রকৌশলী জাওয়াদ আলম, প্রকল্প পরিচালক সবুজ উদ্দিন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর