শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিশাল পদযাত্রা

নয়াদিল্লি ও কলকাতা প্রতিনিধি

ভারতীয় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গতকাল কলকাতায় বিশাল পদযাত্রা করা হয়েছে। এর নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এ সময় তিনি মোদি সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘আগুন নিয়ে খেলবেন না। নাগরিকত্ব আইন যতক্ষণ না বাতিল হচ্ছে ততক্ষণ আমাদের সংগ্রাম চলবেই।’ তিনি রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। এতে লাখো মানুষ শরিক হন। রাহুল বললেন, ‘মোদি মিথ্যাবাদী’ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি গতকাল টুইট করে আসামের মাটিয়া এলাকায় একটি ডিটেনশন ক্যাম্পের ভিডিও আপলোড করে বলেছেন, ‘ডিটেনশন ক্যাম্প নাই’ বলে মোদি পুরো মিথ্যাচার করেছেন। বিতর্কে ভারতীয় সেনাপ্রধান : অবসরে যাওয়ার মাত্র পাঁচ দিন আগে রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিনি রাওয়াত। তিনি গতকাল দিল্লির এক অনুষ্ঠানে কংগ্রেস, বাম জোট, তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন দল ও সংগঠনের আন্দোলনের নেতাদের ইঙ্গিত করে বলেছেন, ‘অগ্নিসংযোগ ও সহিংসতায় নেতৃত্বদাতারা নেতা নন।’ তিনি উল্লেখ করেন, ‘নেতা হয়ে ওঠার বিষয়টি পুরোপুরি নেতৃত্বনির্ভর। যখন আপনি সামনে এগোবেন, সবাই অনুসরণ করবে। তাই নেতা তারাই যারা জনতাকে সঠিক পথের দিকে এগিয়ে নিয়ে যান। তারা নেতা নন, যারা জনতাকে ভুল পথে টেনে নিয়ে যান, যেমন আমরা দেখছি অনেক কলেজ-বিশ্ববিদ্যালয়ে, তারা যেভাবে আমাদের শহরে-নগরে জনতাকে অগ্নিসংযোগ ও বিক্ষোভের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটা নেতৃত্ব নয়।’ সেনাপ্রধান হিসেবে জেনারেল রাওয়াতের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। ভারতের সবচেয়ে ক্ষমতাধর বাহিনীর প্রধানের কার্যালয় থেকে বের হওয়ার পাঁচ দিন আগে পরোক্ষভাবে বিজেপি সরকারের করা নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে অবস্থান নিয়ে কথা বলেন রাওয়াত। তার এ ধরনের রাজনৈতিক বক্তব্যে ক্ষুব্ধ কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল। নাগরিক সমাজও বিস্ময় প্রকাশ করেছেন জেনারেল রাওয়াতের ‘বিজেপি-ভাববাদী’ মন্তব্যে। ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদাতা দল কংগ্রেসের মুখপাত্র ব্রিজেশ কালাপ্পা তার টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সেনাপ্রধান বিপিন রাওয়াতের বক্তব্য পুরোপুরি সংবিধানবিরোধী। যদি আজ সেনাপ্রধানকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়, কাল সেটা তাকে ক্ষমতা-দখলের উসকানি দেবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর