শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দলের বিরুদ্ধে কাজ করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

দলের বিরুদ্ধে কাজ করলে ব্যবস্থা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন চাই। তিনি বলেন, প্রতিটি প্রার্থীকে শক্তিশালীভাবে নির্বাচনের মাঠে থাকতে হবে। জাতীয় পার্টি শক্তিশালী প্রার্থী দিতে পারলে এবং সবাই মিলে কাজ করলে প্রার্থীরা ভালো ফল করতে পারবে। দলের বিরুদ্ধে কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে পার্টির মনোনয়ন ফরম নিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন ও আলমগীর সিকদার লোটন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে অর্ধ শতাধিক কাউন্সিলর প্রার্থী দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মসিউর রহমান রাঙ্গা, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভুইয়া, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জহিরুল আলম রুবেল, মো. ইসহাক ভুইয়া প্রমুখ। জি এম কাদের বলেন, প্রতিটি ওয়ার্ডে আমাদের একজন করে দলীয় কাউন্সিলর প্রার্থী নির্বাচন করবেন। পার্টির নেতাকর্মীরা তাদের পক্ষে কাজ করবেন। যারা সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অনেক নির্বাচন করেছি। এবারও তারা জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব দিলে জাতীয় পার্টি বিবেচনা করবে। তবে সে ক্ষেত্রে জাতীয় পার্টির স্বার্থ অগ্রাধিকার পাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর