শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নূরের ওপর হামলা করে ক্ষমতা পোক্ত করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

নূরের ওপর হামলা করে ক্ষমতা পোক্ত করা যাবে না

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডাকসু ভিপি নূরের ওপর আক্রমণ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ওপর আক্রমণ। কারণ নূর তাদেরই নির্বাচিত ভিপি। তার ওপর আক্রমণ সারা বাংলাদেশের ছাত্রসমাজের ওপর আক্রমণ। সারা বাংলাদেশের মানুষের চিন্তা-চেতনার ওপর আক্রমণ, গণতন্ত্রের ওপর আক্রমণ। নূরের ওপর হামলা করে ক্ষমতা পাকাপোক্ত করা যাবে না। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি বিএনপির উপদেষ্টাম লীর সদস্য আমানুল্লাহ আমান। বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, ডাকসুর সাবেক জিএস বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, ডাকসুর সাবেক এজিএস বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ। সরকারের দমন-পীড়ন নীতির কঠোর সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, নূর গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন। মোশাররফ বলেন, আজকে গণতন্ত্র আওয়ামী লীগরে বাক্সে বন্দী। বাংলাদেশে আজ অলিখিত বাকশাল চলছে। তারা গণতন্ত্রের গলা টিপে হত্যা করছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় এ সরকার।

নূরের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি : এদিকে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নূরের ওপর হামলায় জড়িতদের শাস্তি ও সন্ত্রাস-নৈরাজ্যমুক্ত নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মিশন। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন। বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, পার্টির ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, ছাত্র মিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর