শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযুদ্ধ সংগঠন হামলাকারী হতে পারে না

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ সংগঠন হামলাকারী হতে পারে না

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু ডাকসুর ভিপির ওপর যেভাবে হামলা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের নামে সংগঠন করে হামলা করবেন, তা হতে পারে না।’

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহাজোটের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ১৪ দলের এক সভা শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভা ারী প্রমুখ উপস্থিত ছিলেন। নাসিম বলেন, ‘আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি। ওই ঘটনায় যেই জড়িত হোক, তাকে যাতে কোনো ছাড় দেওয়া না হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সব পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।’ তিনি আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানাই। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, তা ইসিকে নিশ্চিত করতে হবে। ঢাকাকে উৎসবের নগরী করবে নির্বাচন কমিশন। তাতে আমরা সম্পূর্ণ সমর্থন দেব। এ নির্বাচন নিয়ে যাতে কোনো অহেতুক বিতর্ক সৃষ্টি না হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর