শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
জাতীয় পার্টির সম্মেলন আজ

রওশন প্রধান পৃষ্ঠপোষক কাদের চেয়ারম্যান

শফিকুল ইসলাম সোহাগ

রওশন প্রধান পৃষ্ঠপোষক কাদের চেয়ারম্যান

রওশন এরশাদ আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক। জি এম কাদের চেয়ারম্যান। একজন সিনিয়র কো- চেয়ারম্যান, ছয়জন কো-চেয়ারম্যান ও অতিরিক্ত মহাসচিব পদে যুক্ত হচ্ছেন সাতজন। গতকাল জাপার বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম  বৈঠকে গঠনতন্ত্রে এমন সংশোধনীর সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের খোলা উদ্যানে জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলনে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তই পাস করা হবে। কাউন্সিলে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাই বহাল থাকছেন বলেও সূত্র নিশ্চিত করেছে। হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর গতকালের প্রেসিডিয়ামের বৈঠকে সিনিয়র নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বহুদিন পর ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার সভায় অংশ নেন। বৈঠকের সিদ্ধান্ত, প্রধান পৃষ্ঠপোষক হবেন দলের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। পার্টির চেয়ারম্যান হবেন প্রধান নির্বাহী কর্মকর্তা।  প্রধান পৃষ্ঠপোষকের সঙ্গে পরামর্শক্রমে প্রধান নির্বাহী কর্মকর্তা দল পরিচালনা করবেন। রওশন এরশাদের অবর্তমানে পদটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে এ বি এম রুহুল আমিন হাওলাদার দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদও ঐক্যের পক্ষে মত দেন। কলেবর বৃদ্ধির বিরোধিতা করেন কাজী মামুনুর রশীদ। বলেন, এত প্রেসিডিয়াম, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কোনো দলে নেই। প্রেসিডিয়াম সদস্য ২১ জনে নামিয়ে আনা হোক। কো-চেয়ারম্যান, অতিরিক্ত মহাসচিব পদ বাতিলের দাবি জানিয়ে রওশন এরশাদ ও এরিক এরশাদকে পার্টিতে সম্মানজনক পদে রাখার দাবি জানান। এ ছাড়াও বক্তব্য রাখেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, হাবিবুর রহমান, এস এম ফয়সল চিশতী, আজম খান ও আলমগীর সিকদার  লোটন। সভায় উপস্থিত কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, মাসুদ পারভেজ, লিয়াকত হোসেন খোকা প্রমুখ। রওশন এরশাদ বৈঠকে উপস্থিত ছিলেন না। জানা গেছে, পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হচ্ছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নু। বৈঠক শেষে লিয়াকত হোসেন খোকা গণমাধ্যম কর্মীদের বলেন, সব শীর্ষ নেতার উপস্থিতির কারণে দিনটি ঈদের আনন্দের মতো। পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, রওশন এরশাদ যতদিন জীবিত রয়েছেন, তিনি চিফ প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। দলের সর্বোচ্চ সম্মানের স্থানে, মিটিং বা সাধারণ সভা সবখানেই ওনার এই সম্মানটা থাকবে।

সর্বশেষ খবর