শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভোটারদের আস্থা অর্জন জরুরি

-ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ-জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে। ঢাকা সিটির ভোটে নির্বাচন কমিশনের জন্য ভোটারদের আস্থা অর্জন জরুরি। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ ইভিএম পদ্ধতিতে হবে। এ পদ্ধতি নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে। তাই নির্বাচন কমিশনকে ইভিএম বিষয়ে প্রচার বাড়াতে হবে। সঠিক তথ্য প্রচার না হলে মানুষ বিভ্রান্ত হবে। তাই এ বিষয়ে উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনকে। ভোটারদের নিরাপত্তার সার্বিক প্রস্তুতি আগেই সম্পন্ন করতে হবে। 

সর্বশেষ খবর