শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সব দলের প্রার্থীকে দিতে হবে সমান সুযোগ

নিজস্ব প্রতিবেদক

সব দলের প্রার্থীকে দিতে হবে সমান সুযোগ

আবু আলম মো. শহীদ খান

সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান বলেছেন, নির্বাচন কমিশন এবং প্রশাসনকে সব দলের প্রার্থীর সমান সুযোগ এবং ভোটাররা ভোট দিতে গিয়ে যেন কোনো বাধার সম্মুখীন না হন এটি নিশ্চিত করতে হবে। ভোটারদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার অধিকারও নিশ্চিত করতে হবে। নয়তো নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল, প্রশাসনসহ নির্বাচনে যুক্ত সব পক্ষের  মৌলিক কাজ নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতা করা। নির্বাচন কমিশনের কাজে সহায়তা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নিরাপত্তার বিষয়ে জোর দিতে হবে। ভোটকেন্দ্রে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে নজর দিতে হবে। মিডিয়াকে প্রতিটি কেন্দ্রে সতর্ক দৃষ্টি রাখতে হবে। নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকলে ইভিএম কিংবা ব্যালট পেপারে ভোট গ্রহণ কোনো সমস্যা না। বিশ্বের মাত্র ১২-১৪টি দেশে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। জার্মানি ইভিএম বাদ দিয়ে আবার ব্যালট পেপারে ভোটগ্রহণ করছে। তাই আস্থা থাকলে পদ্ধতি কোনো সমস্যা নয় বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর