শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মরে যাব, ডিটেনশন ক্যাম্প করতে দেব না

দীপক দেবনাথ, কলকাতা

মরে যাব, ডিটেনশন ক্যাম্প করতে দেব না

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি মরে গেলেও রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবেন না। শুক্রবার বিকালে উত্তর চব্বিশপরগনা জেলার নৈহাটির রেল ময়দানে সভায় এসে তিনি বলেন, ‘ওরা (কেন্দ্র/বিজেপি) বলে বেড়াচ্ছে ডিটেনশন ক্যাম্প করবে। ক্ষমতায় কারা আছে? আমরা আছি। আমি আমার জীবন দিতে তৈরি আছি, কিন্তু ডিটেনশন ক্যাম্প বিজেপিকে করতে দেব না। আমি মরে গেলেও তা করতে দেব না। ওরা দিল্লিতে আছে ওরা নির্বাচিত সরকার, আমরাও নির্বাচিত সরকার। দিল্লিতে ওদের অধিকার, রাজ্যে আমার অধিকার।’ রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা পরিষ্কার জানিয়ে দেন, ‘আপনাদের কাউকে দেশ ছাড়তে হবে না। কাউকে বাংলাও ছাড়তে হবে না। আপনারা কেউ ভয় পাবেন না। মানুষের আন্দোলনের জয় হবেই।’ মমতা বলেন, একটা কথা মনে রাখবেন- ধর্ম যার যার নিজের কিন্তু দেশটা সবার। আমি যেমন নমঃশূদ্রদের ভালোবাসি, তেমনি উদ্বাস্তুদেরও ভালোবাসি। আমাকে বিজেপির কাছ থেকে শিক্ষা নিতে হবে না। আমি সব ধর্মের মানুষকে পছন্দ করি। আমি মনে করি আমরা সবাই ভারতীয়।

সর্বশেষ খবর