শিরোনাম
বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বৈষম্যমুক্ত উন্নয়নের প্রত্যাশা

সৈয়দ মনজুরুল ইসলাম

বৈষম্যমুক্ত উন্নয়নের প্রত্যাশা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, আগত নতুন বছর মুজিববর্ষ। রাজনৈতিক দল, সরকারের কাছে চাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করবেন। উন্নয়ন হচ্ছে কিন্তু বৈষম্য কমছে না। কৃষকের দিকে তাকানো যায় না। তাই নতুন বছরে বৈষম্যমুক্ত উন্নয়ন প্রত্যাশা করি।গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, সরকার, জনগণকে পরিশুদ্ধ হতে হবে। বিগত বছরের অসমাপ্ত কাজগুলো এ বছর সম্পন্ন করতে হবে। বালিশকান্ড, বই কেনা, পর্দা কেনার মতো দুর্নীতি গত বছর হয়েছে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির চিত্র উঠে এসেছে। পচে গেছে নাগরিক সমাজও। সুযোগের অভাবই সততা-এই কথা প্রমাণ হয়েছে। বেড়েছে সাম্প্রদায়িকতা, অপসংস্কৃতি, দুর্নীতি। এগুলোর লাগাম টানতে হবে। দায়িত্ব এবং অধিকারের প্রশ্নে সচেতন হতে হবে। নাগরিক বোধ তলানিতে ঠেকেছে। গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে মরছে মানুষ, আগুন কেড়ে নিচ্ছে প্রাণ, পিটিয়ে মারা হয়েছে একজন মাকে, সহপাঠীকে নিশৃংসভাবে মেরে ফেলছে সহপাঠীরা। ‘বুলবুল’ ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো হয়তো আমরা এড়াতে পারি না কিন্তু মানবিক বোধসম্পন্ন মানুষ তো হতে পারি। সেই প্রত্যাশায় শুরু হোক নতুন বছর। 

সর্বশেষ খবর