বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নারী-শিশু নির্যাতনমুক্ত চাই

সেলিনা হোসেন

নারী-শিশু নির্যাতনমুক্ত চাই

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত বছরের শোক-দুঃখ, দুর্ভোগ যেন মানুষের জীবনে হানা দিতে না পারে। নতুন বছরকে নারী-শিশু নির্যাতনমুক্ত বছর হিসেবে দেখতে চাই। নুসরাত, তুহিন, রেণুর মতো নৃশংস ঘটনার আর  কোনো পুনরাবৃত্তি নয়। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নুসরাতকে পুড়িয়ে মারা, রেণুকে পিটিয়ে মারার সেই বীভৎস চিত্র এখনো আমার চোখে ভাসে। এই ঘটনাগুলো মানবিকতার অবক্ষয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। জন্মদাতা বাবা যখন তার প্রিয় সন্তানকে শত্রু নিধনের হাতিয়ার হিসেবে নিজে হাতে হত্যা করে এর চেয়ে কষ্টের আর কী হতে পারে। তাই এই ২০২০ সালে দেশবাসীকে বুকে হাত রেখে প্রতিজ্ঞা করতে হবে, আর কোনো অন্যায় নয়। কোনো অনৈতিক কাজে যেন আমরা না জড়াই। মানবিক বোধসম্পন্ন সচেতন মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করি। শোষণ, নির্যাতনমুক্ত বাংলাদেশের প্রত্যাশা করি নতুন এই বছরে।   

সর্বশেষ খবর