বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রতিষ্ঠা হোক ন্যায়বিচার-সুশাসন

সৈয়দ আবুল মকসুদ

প্রতিষ্ঠা হোক ন্যায়বিচার-সুশাসন

প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, নতুন বছরে প্রত্যাশা হবে দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হোক। শিক্ষাঙ্গন নষ্ট ছাত্র রাজনীতির ঘেরাটোপ থেকে মুক্তি পাক। মানুষ তার অধিকার ফিরে পাক। নতুন বছর আসুক সুন্দর আগামীর বার্তা নিয়ে। গতকাল তিনি আরও বলেন, গত বছরে দুর্নীতির ঘটনাগুলো তুলে ধরেছিল প্রাতিষ্ঠানিক দুর্বলতার চিত্রগুলো। বিশ্ববিদ্যালয় ছিল আন্দোলনে উত্তাল। একাধিক উপাচার্যের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ। আবরার হত্যায় প্রমাণ হয়েছে ছাত্র রাজনীতির ভয়াল দিক। তাই গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে সুস্থ ধারার ছাত্র রাজনীতির বিকাশ ঘটাতে হবে। দেশে গণতান্ত্রিক সংস্কৃতির প্রাতিষ্ঠানিক রূপ দিতে এটা জরুরি। জনগণকে সচেতন হতে হবে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে সুশাসন। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে মানুষ আইনের প্রতি আস্থা রাখবে, শ্রদ্ধাশীল হবে। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে নয় শক্ত হাতে প্রতিহত করতে হবে। নতুন বছরে আর কোনো বীভৎসতা, হত্যা, মারামারি নয়। মানুষ তার অধিকার ও দায়িত্ব নিয়ে বাঁচুক।

সর্বশেষ খবর