বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোটে থাকা পরিস্থিতির ওপর নির্ভর : ইশরাক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, শেষ পর্যন্ত থাকা পরিস্থিতির ওপর নির্ভর করছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে এটি দ্বিতীয় সুযোগ। নির্বাচন কেমন হয়েছে তা ৩০ ডিসেম্বর সবাই দেখেছে। তারপরও একজন প্রার্থী হিসেবে তাদের কাছে কি ধরনের আস্থা থাকতে পারে প্রার্থী হিসেবে এ প্রশ্ন আমি জাতির কাছে রাখতে চাই। যেহেতু আরও একটা সুযোগ এসেছে তাদের ভুল সংশোধনের। আমি চাইব তারা সেটা করবেন।’ গতকাল রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের হাতে মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। তার সঙ্গে এসেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, ঢাকার সাবেক ডেপুটি মেয়র আবদুস সালাম প্রমুখ। ইশরাক হোসেন বলেন, এ নির্বাচনকে ঘিরে ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে। দেশে ক্রান্তিকাল চলছে। কোনো গণতন্ত্র নেই। ভোটের অধিকার নেই। সবাইকে নিয়ে আমরা এ পরিস্থিতি মোকাবিলা করব। নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশবাসীর কাছে দোয়া চান অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তিনি বলেন, দেশে আজ উন্নয়নের ধোঁয়া তোলা হয়েছে। কিন্তু উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করা হয়েছে। আমরা জানি কীভাবে উন্নয়ন করতে হয়। বিশ্বের সবচেয়ে নামি-দামি বিশেষজ্ঞ এনে ঢাকাকে উন্নত করা কোনো ব্যাপারই ছিল না। গত ১২ বছরে উন্নয়নের নামে যে পরিমাণ অর্থপাচার করা হয়েছে সে অর্থ যদি বাংলাদেশের ইকোনমিতে থাকতো তাহলে শুধু ঢাকা নয়, আরও পাঁচটি মহানগরকে উন্নত শহরে রূপ দেওয়া যেত।

সর্বশেষ খবর