বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাঝপথে ইলেকশন বর্জন করিনি কখনো : আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘আমরা আশা করছি, এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কেউ হারবে, কেউ জিতবে, এটাই বাস্তবতা। আমি এর আগে বিজিএমইএ নির্বাচন করেছি। কিন্তু মাঝপথে গিয়ে ইলেকশন বর্জন করিনি।’ গতকাল আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ভবনের (ইটিআই) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আতিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন বেলা সোয়া ১২টার দিকে। রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের হাতে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন। তিনি মোট পাঁচটি মনোনয়নপত্র জমা দেন। প্রথম মনোনয়নপত্রের প্রস্তাবক বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম ও সমর্থক শায়লা শাগুফতা ইসলাম। দ্বিতীয়টির প্রস্তাবক এ কে এম রহমত উল্লাহ ও সমর্থক কাজী মো. সালাউদ্দিন। তৃতীয়টির প্রস্তাবক মোহাম্মদ রফিকুল ইসলাম ও সমর্থক ফরিদা ইয়াসমিন। চতুর্থটির প্রস্তাবক শেখ বজলুর রহমান ও সমর্থক সর্দার মোহাম্মদ মান্নান। পঞ্চমটির প্রস্তাবক মো. সিদ্দিকুর রহমান ও সমর্থক আবু মাহমুদ খান। এর আগে নির্বাচন কমিশনের সামনে আসার পর আতিককে ঘিরে জড়ো হন শতাধিক নেতা-কর্মী। এ সময় তাঁরা স্লোগান শুরু করেন। তখন স্লোগান বন্ধ করার জন্য আতিক অনুরোধ করেন। অভিযোগ উঠেছে নির্বাচনী আচরণবিধি ভেঙে আতিকের সঙ্গে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢুকে পড়েন পাঁচজনের বেশি ব্যক্তি। ভবনের বাইরেও ছিল কর্মী-সমর্থকের বহর। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এক প্রশ্নে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা কোনো শোডাউন করে আসিনি। বাইরে যখন তা দেখেছি, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। এ ছাড়া এখানে অনেক কাউন্সিলর প্রার্থীও এসেছেন। তাদের মধ্যেই আমাকে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে।’

বিএনপি স্থানীয় সরকার নির্বাচনকে প্রহসনমূলক বলে অভিযোগ করছে- এ প্রসঙ্গে আতিক বলেন, ‘এক দল বললে কিন্তু হবে না, সবাই মিলে বলতে হবে। কেউ যদি প্রথম থেকে বলেন যে আমরা মাঠে থাকতে পারব না, এটি ওনারা কীভাবে বলেন? এটি আমার প্রশ্ন।’ পুনরায় মেয়র নির্বাচিত হলে সবার সহযোগিতায় ডেঙ্গু নির্মূল করা হবে বলে আশ্বাস দেন তিনি। মেয়র হিসেবে নির্বাচিত হলে ক্যাসিনোবাজ কাউন্সিলরদের কোনোভাবে বরদাশত করা হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন আতিক। জয়ের ব্যাপারে আশাবাদী উত্তরের সাবেক মেয়র বলেন, ‘জনগণের ভোটেই আমরা জিতব। নৌকার কোনো ব্যাক-গিয়ার নেই। নৌকা এগিয়ে চলবে। আমার বিশ্বাস নির্বাচনে জয়ী হব।’

সর্বশেষ খবর