বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেষ পর্যন্ত ইলেকশনে থাকব : তাবিথ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, নির্বাচন করার জন্য  আমরা অত্যন্ত সিরিয়াস। নির্বাচনে যত সমস্যাই আসুক, আমরা সবকিছুকে অতিক্রম করে চেষ্টা করব এগিয়ে যেতে। শেষ পর্যন্ত আমরা মাঠে থাকব। তার মানে এই নয়, যে ভুলগুলো হতে যাচ্ছে, সেগুলো আগে থেকে মেনে নেব বা জনগণকেও মানতে দেব। যদিও ভোট নিরপেক্ষ হবে কিনা, তা নিয়ে এখনো সংশয়ে এই প্রার্থী। তবে তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত এই ইলেকশনে থাকব এবং শেষটা দেখেই ছাড়ব। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার পর এভাবেই সাংবাদিকদের কাছে নিজের অবস্থান জানিয়েছেন তিনি। গতকাল বেলা ২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে (ইটিআই) রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তাবিথ আউয়াল। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে রিটার্নিং অফিসারের কক্ষে এই প্রার্থীর সঙ্গে ১০/১২ জন সমর্থক ঢুকে পড়েন। এ ছাড়া বাইরেও তার সঙ্গে ২০/৩০ জনকে দেখা গেছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, অনেক সাংবাদিক ছিলেন। সবাইকে চেনা যায় না। তবে তিনি বিএনপি প্রার্থীকে জিজ্ঞাসা করেছেন, তার সঙ্গে কতজন আছেন। তিনি বলেছেন, ৫ জন নিয়েই তিনি এসেছেন। মেয়র প্রার্থী তাবিথ গতকাল মোট তিনটি মনোনয়নপত্র জমা দেন। প্রথম মনোনয়নপত্রের প্রস্তাবক নাসরিন ফাতেমা আউয়াল ও সমর্থক তাজওয়ার আউয়াল। দ্বিতীয়টির প্রস্তাবক শহীদুজ্জামান ও সমর্থক জসীম উদ্দিন। তৃতীয়টির প্রস্তাবক হিসেবে আশরাফুজ্জামানের নাম রয়েছে। পরে সাংবাদিকদের তাবিথ বলেন, একটা বিতর্কিত নির্বাচন অতীতে হয়েছে। আর বিতর্ক না বাড়িয়ে ইভিএমে নির্বাচন করা যাবে না। ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক অপরিষ্কার জায়গা আছে।

যেখানে প্রযুক্তি এবং ক্রয় তথ্য নিয়েও প্রশ্ন আছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা, এটা নিয়ে সন্দেহ আছে। সন্দেহ শুধু আমাদের একার নয়, সাধারণ মানুষের অনেক প্রশ্ন আছে, তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন কিনা, ভোট ঠিকমতো গণনা হবে কিনা। এ কথাগুলো ইসির কাছে তুলে ধরেছি। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম নিয়ে আমরা যে আশঙ্কা তুলে ধরেছি, নিশ্চয়ই ইলেকশন কমিশন আমাদের সঙ্গে বসবেন। আমরা আশাবাদী বসার মাধ্যমে আমরা কনভিন্স করতে পারব, ইভিএম ব্যবহার যেন না হয়। আগামী দিনগুলোয় সংলাপে বোঝা যাবে, ইভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়। গেলবার ভোটের অভিযোগ আমলে না নেওয়া ও তদন্ত না করার বিষয়টি তুলে ধরেন তাবিথ। এবারও আমরা বলছি, নির্বাচন যদিও সুষ্ঠু হবে না তাও আমরা গণতন্ত্রের প্রতি আস্থা রেখে আমরা চেষ্টা করছি এ নির্বাচনে অংশগ্রহণ করার। আগামী দিনগুলোতে আমরা আবারও বলছি, ইলেকশন কমিশনের সঙ্গে সংলাপের চেষ্টা করব। আমাদের সবার দাবি মেনে নিয়ে অভিযোগগুলো আমলে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে ইসি।

সর্বশেষ খবর