বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ধোঁয়া দূষণে দীর্ঘস্থায়ী হচ্ছে কুয়াশা স্তর

নিজস্ব প্রতিবেদক

ধোঁয়া দূষণে দীর্ঘস্থায়ী হচ্ছে কুয়াশা স্তর

ড. আতিক রহমান

খ্যাতিমান পরিবেশবিদ ড. আতিক রহমান বলেছেন, বায়ু দূষণের ফলে রাজধানী ঢাকার আকাশে কুয়াশা দীর্ঘস্থায়ী হচ্ছে। ইটভাটা থেকে বাতাসে ধেয়ে আসা ধোঁয়া কুয়াশার সঙ্গে মিলে ধোঁয়াশা তৈরি করছে। আগে যেমন সূর্য উঠলেই কুয়াশা শিশির হয়ে ঝরে পড়ত, এখন বায়ু দূষণের কারণে ধোঁয়া, ধূলিকণা মিশে কুয়াশা দীর্ঘক্ষণ স্থির থাকছে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, শীতকালে বাতাস উত্তর-পশ্চিম দিক থেকে আসে। ঢাকার উত্তর দিকে গেলে দেখা যায় সারিসারি ইটভাটা। বাতাসে এসব ইটভাটার ধোঁয়া ঢাকার আকাশে উড়ে আসে। এর সঙ্গে উন্নয়ন কাজের জন্য ফেলে রাখা মাটি-বালু, যানবাহনের কালো ধোঁয়া মিশে ঢাকার বাতাস এ নগরীকে সবচেয়ে দূষিত শহরের তালিকায় নিয়ে যায়। পৃথিবীর অন্য দেশে উন্নয়ন কাজের সময় মাটি-বালু ঢেকে রাখতে হয়। কিন্তু ঢাকায় এসব সতর্কতার কোনো প্রয়োগ নাই। বায়ু দূষণ প্রকৃতিকে বিষিয়ে তুলে নগরীকে মানুষ বসবাসের অযোগ্য করে তুলছে। রাস্তার পাশে গাছের পাতায় জমে থাকা পুরু ধুলা প্রমাণ দেয় বায়ু দূষণের মাত্রা। নিজেরা সচেতন হলে এই দূষণ ঠেকানো সম্ভব।

সর্বশেষ খবর