বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জ্যোতিষীর চোখে কেমন যাবে ২০২০

মোস্তফা কাজল

সব রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২০ সাল কেমন যাবে? নতুন বছরে কেমন কাটবে দিন? সৌভাগ্যের চাকা কতটা ঘুরবে? সবার না হলেও কিছু মানুষের জন্য ২০২০ সালে সৌভাগ্যের চাকা ঘুরে যাবে। নতুন বছরের শুরু থেকেই সময়টা এত ভালো কাটবে যা কেউ নিজেও কল্পনা করতে পারবে না। অনেক বছর পর বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় বয়ে আসতে চলেছে। এর ফলে আর্থিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে সম্মান ও ক্ষমতা অনেক বাড়বে। সময় শুভ হলে ভাগ্যের আকাশে বড় ধরনের সাফল্য পাওয়া যেতে পারে। এই সৌভাগ্যের ছোঁয়া আরও ভালোভাবে পেতে কেউ কেউ ধর্মীয় স্থান থেকে ঘুরে আসতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড দেশে-বিদেশে প্রশংসিত হবে। পদ্মা সেতু ও মেট্রোরেলের নির্মাণকাজ এ বছর সমাপ্তির পর্যায়ে থাকবে। বছরের শুরুতে নবীন-প্রবীণ মিলিয়ে মন্ত্রিসভায় রদবদল হতে পারে। বেগম খালেদা জিয়ার আইনি প্রক্রিয়ায় মুক্তি লাভের সম্ভাবনা দীর্ঘ হতে পারে। স্থানীয় সরকারের সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। দেশে বিরোধী দলের নেতৃত্বে বড় কোনো আন্দোলন গড়ে উঠবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। গতকাল জ্যোতিষী লিটন দেওয়ান চিশতি, ড. কে সি পাল, রামপ্রসাদ ভট্টাচার্য্য, অধ্যাপক আবুল হাসান ও আকবর হোসেনের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এসব তথ্য। লিটন দেওয়ান চিশতি বলেন, বছরের শুরুতে মন্ত্রিসভায় রদবদল আসতে পারে। তথ্যপ্রযুক্তি খাতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এ বছর চারটি রাশির অন্তর্ভুক্ত জাতক-জাতিকারা সৌভাগ্য লাভ করবেন। এ চার রাশি হলো কন্যা, ধনু, তুলা ও মকর। এ চার রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসছে। ড. কে সি পাল বলেন, দেশে ব্যবসা ও বাণিজ্যের প্রসার ঘটবে। বিদেশের সঙ্গে অনেক দিনের জমে থাকা চুক্তির কাজ এবার শেষ হবে। সামাজিক ক্ষেত্রেও সুনাম বাড়বে। ছাত্র-ছাত্রীদের জন্যও বছরটা খুব ভালো যাবে। ২০২০ সালে বাংলাদেশে একাধিক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাবে। অসময়ে বৃষ্টিপাত, ঝড়ে ফসলের ক্ষতি, বন্যা, জলোচ্ছ্বাসে সম্পদের ক্ষতির মাত্রা বেশি হতে পারে। রামপ্রসাদ ভট্টাচার্য্য বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথে গেলেও হঠাৎ করে মাঝপথে থেমে যাবে। দেশের রাজনীতিতে ছোট ছোট আন্দোলন চলবে। দেশে বিষাক্ত কেমিক্যালের অবাধ ব্যবহার বেড়ে যেতে পারে। কেমিক্যালের দুর্ঘটনা আবারও ঘটার আশঙ্কা আছে। ভেজাল ওষুধে বাজার সয়লাব হতে পারে। একাধিক বিশিষ্ট ব্যক্তির আকস্মিক প্রাণহানির যোগ রয়েছে। দেশের রিজার্ভ মানি বৃদ্ধি পাবে। পররাষ্ট্র ক্ষেত্রে অনেক বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক প্রসারতা বৃদ্ধি পাবে। দেশে আমদানি-রপ্তানি বাড়বে। অধ্যাপক আবুল হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর থাকবে। জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাবে। বিরোধী দলগুলো তাদের অস্তিত্ব রক্ষায় সচেষ্ট থাকবে। তারা বড় কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে না।

আকবর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর দক্ষতায় দেশের সুনাম বৃদ্ধি পাবে। রাজনৈতিক অস্থিরতা কমে যাবে। বেগম খালেদা জিয়ার আইনি প্রক্রিয়ায় মুক্তি লাভ দীর্ঘায়িত হতে পারে। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা দিন দিন বাড়বে।

সর্বশেষ খবর