বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মনোনয়নপত্র বাছাই আজ প্রচার শুরু ১০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ। দুই সিটিতে প্রচার শুরু হবে ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর। দুই সিটিতে মোট নয়টি দলের ১৪ জন মেয়র প্রার্থী। মেয়র ছাড়াও ঢাকা উত্তরে ৫৪টি সাধারণ, ১৮টি সংরক্ষিত এবং দক্ষিণে ৭৫টি সাধারণ ও ২৫টি  সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ১০২৫ জন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। এরমধ্যে একমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা দক্ষিণের ৮ নম্বর সংরক্ষিত (২২, ২৩ ও ২৬ নম্বর সাধারণ ওয়ার্ড নিয়ে) ওয়ার্ডে। এখানকার কাউন্সিলর প্রার্থী নিলুফার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। উত্তরের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব আবুল কাসেম ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থী, প্রতিনিধিদের উপস্থিতিতে এ যাচাই-বাছাই করবেন। আগারগাঁওয়ে এনআইএলজি ভবনে উত্তরের প্রার্থীদের এবং গোপীবাগ ৮ নম্বর কমিউনিটি সেন্টারে দক্ষিণের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে।  মেয়র প্রার্থীদের বাছাই শেষে দিনভর কাউন্সিলরদের মনোনয়নপত্রও দেখা হবে বলে জানান উত্তরের সহকারি রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম ও দক্ষিণের সহকারি রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান। ইসির কর্মকর্তারা জানান, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই, ঋণখেলাপি কিনা, প্রস্তাবক-সমর্থকদের এনআইডি ও ভোটার এলাকা সঠিক কিনা, দলীয় প্রার্থীদের দলীয় প্রত্যয়ন রয়েছে কিনা; আয়কর রিটার্ন ও হলফনামার তথ্য সঠিক কিনা এবং নির্বাচনী আইন-বিধি অনুযায়ী সার্বিক বিষয় যাচাই করে উপযুক্তদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হবে। অযোগ্যদের মনোনয়নপত্র বাতিল করবে রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের সুযোগ রয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে কেউ আপিল করলে পরবর্তী তিন দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র ৭ জন, সাধারণ কাউন্সিলর ৪৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর ১০২ জন ( মোট ৫৬৯ জন) প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে সর্বনিম্ন ১ জন প্রার্থী রয়েছে সংরক্ষিত ওয়ার্ড ৮-এ। বাছাইয়ের আগে মাত্র ২ জন করে প্রার্থী নেই কোনো ওয়ার্ডে; সর্বোচ্চ প্রার্থী রয়েছে ৯ নম্বর সাধারণ ওয়ার্ডে ১৩ জন। উত্তরে মেয়র ৭ জন, সাধারণ কাউন্সিলর ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৮৯ জন( মোট ৪৭০ জন) মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে সর্বনিম্ন ২ জন করে চারটি ওয়ার্ডে প্রার্থী রয়েছেন। আর সর্বোচ্চ প্রার্থী রয়েছেন ১৪ জন ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে। বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা কত দাঁড়ায় ৯ জানুয়ারি নিশ্চিত হওয়া যাবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোট হবে ৩০ জানুয়ারি।

সর্বশেষ খবর