বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোটারের আস্থা অর্জনে প্রয়োজন সুষ্ঠু পরিবেশ

নিজস্ব প্রতিবেদক

ভোটারের আস্থা অর্জনে প্রয়োজন সুষ্ঠু পরিবেশ

এম সাখাওয়াত হোসেন

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.) বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে আইন অনুযায়ী পরিবেশ নিশ্চিত করতে হবে। সুশৃঙ্খল সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকলে ভোটাররা আগ্রহী হবে। ভোটার আস্থা অর্জনে নির্বাচন কমিশনকে প্রথম দিন থেকেই নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, মনোনয়নপত্র দাখিলে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আইনের ব্যত্যয় ঘটেছে। কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি। নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দায়িত্ব নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে সরকার তাদের সহযোগিতা করবে। সেরকম পরিবেশ না থাকলে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হবে না। ভোটারদের অনীহা নয়, আস্থা অর্জন করতে হবে। ইভিএম বিষয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ইভিএমে ভোট হলে আমি খারাপ কিছু দেখছি না। এ বিষয়ে জনমনে অনেক প্রশ্ন আছে। তাই নির্বাচন কমিশনের উচিত ছিল ব্যাপক প্রচারের মাধ্যমে ইভিএম বিষয়টি তুলে ধরা। নির্বাচন কমিশনে কয়েকটি ইভিএম রেখে দিলে তো রাজধানীর ভোটাররা গিয়ে তা দেখে আসতে পারবে না। ২০০৮ সালে কীভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে সে বিষয়ে আমরা ব্যাপক প্রচার চালিয়েছিলাম। মানুষ সচেতন হয়ে সহযোগিতা করেছিল। কিন্তু ইভিএম বিষয়ে সেরকম কোনো কার্যক্রম নেওয়া হয়নি।

সর্বশেষ খবর