শিরোনাম
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
হাসিনাকে ফোনে মোদির শুভেচ্ছা

ঢাকা-দিল্লি সম্পর্কে নয়া দিশা আনবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও নয়াদিল্লি প্রতিনিধি

ঢাকা-দিল্লি সম্পর্কে নয়া দিশা আনবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়। গতকাল বেলা ১২টা ২০ মিনিটে শেখ হাসিনাকে ফোন করেন মোদি। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী একে অন্যকে নতুন বছরের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর দেশের জনগণের কাছে তাঁর শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে বলেন।  ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে মোদি বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উৎসব ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন পথের দিশা দেবে। প্রধানমন্ত্রী মোদি গতকাল সার্কভুক্ত দেশগুলোর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। প্রধানমন্ত্রী মোদি প্রথমেই শেখ হাসিনাকে আগামী ৩ বছরের জন্য আওয়ামী সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং একই সঙ্গে ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন। মোদি তাঁকে বিদায়ী বর্ষে উভয় দেশের সম্পর্কের অগ্রগতি সম্পর্কে বিশদভাবে বলেন এবং আশ্বাস দেন আগামী বর্ষে এ দ্বিপাক্ষিক সম্পর্কে গতি সঞ্চার হবে। প্রধানমন্ত্রী মোদি এ বছর অনুষ্ঠেয় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধের ও ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন সম্পর্কে খোঁজখবর নেন এবং এও জানিয়ে দেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ অনুষ্ঠান সর্বাধিক অগ্রাধিকারে রয়েছে। কেননা, এ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এক নতুন উন্নতির সোপানে পৌঁছবে। প্রধানমন্ত্রী মোদি সার্কভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, ভারত ‘প্রতিবেশী প্রথম’ নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। এ নীতির মূল কথা অভিন্ন শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও প্রগতির দৃষ্টিভঙ্গী নিয়ে এগিয়ে যাওয়া, যাতে ভারতের প্রত্যেক বন্ধু এবং এ অঞ্চলের সবারই সুখ-সমৃদ্ধি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে যাদের সঙ্গে কথা বলেন তারা হলেন- ‘ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক, ও প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে, মালদ্বীপের রাষ্ট্রপতি মুহাম্মদ ইব্রাহিম সোলি ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্ম ওলি।

সর্বশেষ খবর