বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সুষ্ঠু হবে না জেনেও নির্বাচনে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু হবে না জেনেও বিএনপি সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি গতকাল দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আরও বলেন, ‘অনেকেই প্রশ্ন করেন ২০১৮ সালে আপনারা নির্বাচনে গেলেন কেন? আবার ২০১৪ সালের নির্বাচনে যাইনি বলে তখন আমাদেরকে তারা বলেছিলেন ভুল করেছেন। ’১৪ সালের নির্বাচনে না যাওয়াটা প্রমাণ করার জন্যই আমরা ২০১৮ সালে নির্বাচনে গেছি। আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হবে না তা প্রমাণিত হয়েছে। কেউ কেউ এখন প্রশ্ন করছেন, আপনারা সিটি নির্বাচনে গেলেন কেন? ওই একই কথা বলতে চাই- নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও ভোটে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জনগণ দেখুক, বিশ্ববাসী দেখুক।’ তিনি বলেন, ‘আজকে রাজধানীতে মেয়র ইলেকশন হচ্ছে। আমি খুব খুশি হতাম, যদি আমাদের দুই মেয়র প্রার্থী এখানে আসতেন। এসে তোমাদের সঙ্গে পরিচিত হতেন।’ তিনি ছাত্রদল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমরা ছড়িয়ে পড় ঢাকা শহরে। প্রতিটি গলিতে, বাড়িতে যাও এবং বল, আজকে শুধু পরিবর্তনের জন্য আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এজন্য যে, আমরা পরিবর্তন আনতে চাই। আজকে গোটা দেশের মানুষ পরিবর্তন চায়। এসো আমরা সবাই জেগে উঠি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমরা পরিবর্তন নিয়ে এসে বাংলাদেশকে রক্ষা করি- এই হোক আমাদের আজকের দিনের শপথ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি এবং আমাদের সবার মুক্তি।’ এদিকে অনুষ্ঠানের সময় মিলনায়তনের আসনে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হলে মহাসচিবের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এ ছাড়া বেলা সোয়া ১২টার দিকে ইনস্টিটিউটের গেটের সামনে দুটি ককটেলও বিস্ফোরিত হয়। ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় আলোচনা সভায় ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলীম, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রাজীব আহসান, আকরামুল হাসান, বর্তমান ছাত্রনেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল, মুক্তাদির হোসেন তরু, মিজানুর রহমান শরীফ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ ছাত্রদলের সাবেক নেতারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর