বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুদক কারও নির্দেশনায় কাজ করে না

নিজস্ব প্রতিবেদক

দুদক কারও নির্দেশনায় কাজ করে না

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক কারও নির্দেশনায় কাজ করে না। কারও দ্বারা প্রভাবিত হয় না। তিনি বলেন, বিগত সময়ে আমরা বড় ছোট বিবেচনায় না নিয়ে নির্মোহভাবে, অনেকটা অন্ধের মতো পথ চলেছি, কোনো সিদ্ধান্ত গ্রহণে আমরা পিছপা হইনি। যা করেছি নিজেদের বিবেক-বিবেচনাবোধ থেকেই করেছি। দুদকের প্রধান কার্যালয়ে গতকাল ‘দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদকবিষয়ক রিপোর্টারদের জন্য কমিশন এ কর্মশালার আয়োজন করে। দুদক চেয়ারম্যান বলেন, মানুষ সংবাদপত্রে প্রকাশিত সংবাদ বিশ্বাস করে। এমনকি শিশুরাও সংবাদপত্র থেকে শিক্ষা গ্রহণ করছে। গণমাধ্যম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমার মনে হয় সংবাদপত্রের সবচেয়ে বড় দায়িত্ব দেশের প্রতি। তাই সংবাদ পরিবেশনের সময় দেশের প্রতি সংবেদনশীল মনোভাব পোষণ করতে হবে। শুধু সংবাদপত্র নয়, আমাদের সবার কর্মপ্রক্রিয়ায় দেশকে সবার আগে রাখতে হবে। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অনিয়ম, দুর্নীতির তথ্য তুলে ধরতে হবে। এমনকি দুদকে দুর্নীতি পেলেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তা প্রকাশ করতে হবে। জনগণের প্রতিষ্ঠান হিসেবে দুদকেরও যথাযথ সমালোচনা করতে হবে। গণমাধ্যম ছাড়া দুদকের অস্তিত্ব দৃশ্যমান নয়।

আপনারা আমাদের শত্রু নন, সহযোগী। আমাদের সমালোচনা করা হলেও আমারা শত্রু ভাবী না। প্রাতিষ্ঠানিক সংস্কারে সমালোচনার প্রয়োজন রয়েছে। আমরা ইতিবাচকভাবে সমালোচনাকে গ্রহণ করি। ইকবাল মাহমুদ বলেন, ক্যাসিনো নিয়ে অনেক কথা হয়, অনেকে বলেন অভিযান বন্ধ হয়ে গেছে। কিন্তু ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান বন্ধ হয়নি। এ তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এসব তথ্যেরও সবচেয়ে বড় উৎস হচ্ছে সংবাদপত্র। আমাদের এ কর্মপ্রক্রিয়া থামাব না। দুর্নীতিপরায়ণদের যতক্ষণ পর্যন্ত না আইনের আওতায় আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের তাড়া করব। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সাধারণ সম্পাদক আদিত্য আরাফাত প্রমুখ।

সর্বশেষ খবর