শিরোনাম
শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

র‌্যাব পরিচয়ে দিনদুপুরে ছিনতাই গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব পরিচয়ে রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার দুজন হলেন- মেহেদী হাসান (২৫) ও আশিক পারভেজ (২৪)। বুধবার বিকালে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল পিবিআইর ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার (এসএসপি) বশির আহমেদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকার বাসিন্দা মাহামুদুল হাসান (২২)। গত ২৮ ডিসেম্বর সকালে খিলক্ষেত থেকে যাত্রাবাড়ী যাওয়ার জন্য অনাবিল পরিবহনের একটি বাসে ওঠেন। বেলা ১১টায় শনিরআখড়া ফুটওভার ব্রিজের নিচে গেলে র‌্যাবের জ্যাকেট পরা অজ্ঞাত তিন-চারজন লোক বাসে ওঠেন। তারা নিজেদেরকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে বাসের ভিতরেই মাহামুদুলকে পিস্তল ঠেকায়। তার বিরুদ্ধে অভিযোগ আছে জানিয়ে- জোর করে তার কাছে থাকা একটি আইফোন ও নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে নেয়। এরপর মাহামুদুলের মুখ চেপে ধরে মারতে মারতে একটি এক্স-করোলা গাড়িতে উঠায়। এ সময় গাড়িতে উঠে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করে মাহামুদুল। তার চিৎকারে একজন উবার চালক ও ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং আশপাশের পথচারীরা ছুটে আসেন। তাদের এগিয়ে আসতে দেখে ছিনতাইকারীরা গাড়ি ও জ্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ট্রাফিক পুলিশের মোবাইলফোন থেকে মাহামুদুল তার ভাইকে ফোন করে ঘটনা জানায়। তার ভাই তাৎক্ষণিকভাবে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে পুলিশ ছিনতাইকারীদের ফেলে যাওয়া এক্স-করোলা গাড়ি এবং গাড়িতে ফেলে যাওয়া র‌্যাবের জ্যাকেট, গাড়ির কাগজ এবং আইডি কার্ড জব্দ করেন। এ ঘটনায় মাহামুদুল হাসান যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। গ্রেফতার আশিকের বাড়ি মিরপুর ডিওএইচএসে এবং মেহেদীর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়ারা গ্রামে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর