শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্রিটিশ পত্রিকার চোখে সেরা অর্থমন্ত্রী লোটাস কামাল

নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ পত্রিকার চোখে সেরা অর্থমন্ত্রী লোটাস কামাল

গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার-২০২০ ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড দ্য গ্লোবাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ফিনানশিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ ২০২০ সালের জন্য এ অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী প্রথমবারের মতো এই পুরস্কারে ভূষিত হলেন। এই পত্রিকাটি ১৯২৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে, যা পৃথিবীর ব্যাংকিং খাতের ইন্টেলিজেন্স হিসেবে খ্যাত। বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনয়নসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ  সার্বিক বিশ্লেষণ করে এ পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে। এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ- এই পাঁচটি অঞ্চল থেকে পাঁচজন অর্থমন্ত্রীকে বাছাই করা হয়। পরে তাদের মধ্যে থেকে একজনকে ঘোষণা করা হয় বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী। বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী প্রথমবারের মতো এই পুরস্কারে ভূষিত হলেন। গতকাল এ খবর শোনার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ পুরস্কারটি দেশের সর্বস্তরের জনগণের উদ্দেশে উৎসর্গ করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ অনুসরণ করেই এটি অর্জন করা সম্ভব হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর