শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএনপি নির্বাচনে জিতলে বলে সুষ্ঠু হারলে কারচুপি : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘সিটি নির্বাচনকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। বিএনপি নির্বাচনে জিতলে বলে সুষ্ঠু আর হেরে গেলে বলে কারচুপি হয়েছে, এটাই তাদের স্বভাব। এ নির্বাচনেও তারা অনেক ষড়যন্ত্র করবে। বিএনপি বিভিন্নভাবে এ নির্বাচনে অপপ্রচার চালাবে। কিন্তু অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবাই মাঠে থাকব।’ গতকাল রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের হোয়াইট হলে ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে উত্তর সিটি নির্বাচনে সাবেক মেয়র আতিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। আতিকুল ইসলাম অত্যন্ত সৎ ও ক্লিন ইমেজের মানুষ। বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে, তাবিথ আউয়াল, তার ব্যাপারে আমার কিছু বলা উচিত হবে না।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে এ নির্বাচন পরিচালনা করবে। আমাদের মনে রাখতে হবে, এটা আতিকুল ইসলামের নির্বাচন নয়, আতিক মেয়র নির্বাচিত হবেন, এজন্য আমরা কাজ করছি না। আমরা কাজ করছি আওয়ামী লীগের জন্য। আমরা কাজ করছি নৌকার জন্য। আমরা কাজ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমরা এক ও অভিন্ন হয়ে কাজ করব।’ ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান (অব.), যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাদেক খান এমপি, ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, আসলামুল হক আসলাম এমপি, এস এ মান্নান কচি প্রমুখ। মুহাম্মদ ফারুক খান বলেন, ‘আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রিপোর্ট বিবেচনা করে সিদ্ধান্ত দিয়েছে কে মেয়র প্রার্থী, কারা কাউন্সিলর প্রার্থী ও কারা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। আমরা বিশ্বাস করতে চাই কোনো কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।’ যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয় ছাড়া উপায় নেই। প্রতিটি নেতা-কর্মীকে মাঠে নেমে কাজ করতে হবে। যে কোনো মূল্যে জনগণের কাছে পৌঁছাতে হবে। প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়লাভ করানো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর