শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান

নিজস্ব প্রতিবেদক

মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশে মাদকের প্রবেশ ঠেকাতে মিয়ানমার তার প্রতিশ্রুতি রাখছে না। তারা বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ৩০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে মাদক উৎপাদন হয় না। মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক প্রবেশ করে। মিয়ানমার থেকে ইয়াবা নামক মরণ নেশা ঢুকে পড়ছে বাংলাদেশে। ভয়াল এ নেশার হাত থেকে আমাদের যুবক-যুবতীরা রক্ষা পাচ্ছে না।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) চেয়ারম্যান অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী, ডিএনসির মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর