শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাংলা শিখছেন অমিত শাহ

দীপক দেবনাথ, কলকাতা

বাংলা শিখছেন অমিত শাহ

গত বছর ভারতের লোকসভা নির্বাচনে দেশজুড়ে ব্যাপক সাফল্য পেয়েছে মোদি-অমিত শাহর বিজেপি। এবার তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অলআউট ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। এ লক্ষ্যে ভালো করে বাংলা ভাষা শিখতে চাইছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এজন্য বাংলা ভাষার একজন শিক্ষকও নিয়োগ দিয়েছেন তিনি। কিন্তু সেদিক থেকে অনেক এগিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর স্লোগান- মা-মাটি-মানুষ। নির্বাচনী রণকৌশল ঠিক করতে অমিত শাহর জুড়ি মেলা ভার এবং বিভিন্ন নির্বাচনে আলাদা রণনীতি তৈরি করেন তিনি। কিন্তু সাম্প্রতিককালে মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খ- বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কর্তৃত্ব কায়েম করতে চান শাহ। সে কারণেই দলের কর্মী-সমর্থকদের আরও বুঝতে তাঁদের কাছে পৌঁছতে বাংলা ভাষা শেখার ওপর জোর দিয়েছেন তিনি। রাজ্যের এক সিনিয়র বিজেপি নেতার অভিমত- ‘এতে নতুনত্ব কিছু নেই। বাংলা, তামিলসহ চারটি আঞ্চলিক ভাষা শিখছেন আমাদের (বিজেপি) সভাপতি।’ একজন গুজরাটি হয়েও হিন্দিতে ভালো দখল রয়েছে বিজেপি সভাপতির। কারাগারে থাকাকালে তিনি হিন্দি শিখেছিলেন বলে জানা যায়। সে সময় দুই বছর গুজরাটে ঢোকাও নিষিদ্ধ ছিল অমিত শাহের। শাস্ত্রীয় সংগীতের ওপরও ভালো দখল রয়েছে বিজেপির ‘সেকেন্ড ইন কমান্ড’ অমিত শাহের, সময় পেলে নিয়মিত রেওয়াজও করেন তিনি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর