শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোটের মাঠ ছাড়বে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ভোটের মাঠ ছাড়বে না বিএনপি

ইভিএমে কারচুপির আশঙ্কা করলেও সিটি নির্বাচনে মাঠ ছাড়বে না বিএনপি। গতকাল দুপুরে শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান। তিনি বলেন, আমরা ভোটে থাকব না- ক্ষমতাসীনরা তাদের দুর্বলতা থেকে এমন নানা কথা বলছে। নিজেরা এত অপকর্ম করেছে এই নির্বাচন ও ভোটকে কেন্দ্র করে আজকে নানাভাবে অগ্রিম এসব কথা বলছে। তারা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চেষ্টা করছে। ইভিএমসহ নানাভাবে কারচুপি সত্ত্বেও অতীতেও আমরা ভোটের মাঠে ছিলাম ভবিষ্যতেও থাকব। এখন তারা যা বলছে এগুলো হচ্ছে কথার কথা। তাদের নিজস্ব পরিকল্পনা আছে, ইভিএমের মাধ্যমে তারা ভোট ডাকাতি করবে। এখন আগে থেকে ভালো ভালো কথা বলে তারা চেষ্টা করছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন সকালে শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলার আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবুল, আলমগীর মাহমুদ আলম, মোফাখখারুল ইসলাম রানা, ফখরুউদ্দিন আহমেদ, আবুল হোসেন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইভিএম পদ্ধতির আমরা প্রথম থেকেই প্রতিবাদ করেছি। এই ইভিএমের প্রয়োজন নেই বাংলাদেশে। কারণ, এদেশের মানুষ নিজের হাতে ভোট দিয়ে ভোট রাখতে পারে না। নিজেরা গিয়ে ভোট দিতে পারে না। সেখানে যন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে এখানে কী উন্নয়ন করতে চাচ্ছে এটা আমরা বুঝতে পারি না।

তিনি বলেন, এ সরকার ও এই নির্বাচন কমিশন যা বলে তা তাদের মনের কথা নয়। আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই। সেজন্য আমরা বারবার জনগণের কাছে যাচ্ছি। আর সরকার এবং নির্বাচন কমিশন তারা পক্ষপাতিত্ব করে জোর করে ফলাফল ছিনতাই করে একটি দলের পক্ষে দিচ্ছে। জনগণ একাদশ সংসদ নির্বাচনের পরে বিক্ষুব্ধ হয়েছে। এবারও আমরা বিশ্বাস করি না যে, তারা সুষ্ঠু নির্বাচন করবে। আমরা আশা করি না যে, তারা নির্বাচন নিরপেক্ষ করতে পারবে। তবুও জনগণের কাছে থাকার জন্য, তাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছানোর জন্য আওয়ামী লীগ ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হয় না, জনগণ ভোট দিতে পারে না জেনেও নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর