শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

রাশেদুর রহমান

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

পুলিশ এফসির দুর্গে ড্যানিয়েল কলিনড্রেসের আক্রমণ -বাংলাদেশ প্রতিদিন

এবার ফেডারেশন কাপে নাটকীয়তার কমতি ছিল না। একমাত্র বসুন্ধরা কিংস ছাড়া ফেবারিটদের মধ্যে অন্য কেউ শেষ চারে জায়গা করে নিতে পারেনি। আগের দিন রহমতগঞ্জ নির্ধারিত সময়ে মোহামেডানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয়। এটা ফেডারেশন কাপ ফুটবল ইতিহাসে বড় অঘটন। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি। শক্তির বিচারে কলিনড্রেসরা এগিয়ে থাকলেও কেউ নিশ্চিত করে বলতে পারছিল না কিংসই ফাইনাল খেলবে। কেননা পুলিশ কোয়ার্টার ফাইনালে দারুণ খেলে শক্তিশালী সাইফ স্পোর্টিংকে ৩-১ গোলের ব্যবধানে হারায়। এ এক ম্যাজিকও বলা যায়।

যাক, পুলিশের দৌড় সেমিতেই থেমে যায়। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে  দ্বিতীয় সেমিতে বসুন্ধরা কিংস ৩-০ গোলে জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে। আগামীকাল কিংস রহমতগঞ্জের বিপক্ষে ফাইনালে লড়বে। সাইফের বিপক্ষে দাপুটে পুলিশ গতকাল ছিল বড্ড অসহায়। শুরু থেকেই অস্কারের শিষ্যরা পরিকল্পিত ম্যাচ খেলে পুলিশকে দাবিয়ে রাখেন। ১৭ মিনিটে ইনজুরি কাটিয়ে ওঠা তপু বর্মণের পেনাল্টি গোলে কিংস এগিয়ে যায়। বখতিয়ারের কাছ থেকে বল পেয়ে ড্যানিয়েল কলিনড্রেস ডি-বক্সে ঢুকলে তাকে অবৈধভাবে বাধা দেন পুলিশের ডিফেন্ডার তারা। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে বিজয় নিশ্চিত করতে কিংস আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলিনড্রেস। তার বুলেটগতির শট রুখতে পারেননি পুলিশের গোলরক্ষক হিমেল। এরপর যোগ করা সময় তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস দেলমন্তে। গেল মৌসুমে পেশাদার লিগ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হলেও ফেডারেশন কাপে রানার্স-আপে সন্তুষ্ট থাকে কিংস। এবার আর সুযোগ হাতছাড়া করতে চায় না। ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘নতুন বছরে আমরা সমর্থকদের নতুন ট্রফি উপহার দিতে চাই।’

সর্বশেষ খবর