শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কলকাতা আসছেন নরেন্দ্র মোদি

কলকাতা প্রতিনিধি

কলকাতা আসছেন নরেন্দ্র মোদি

কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আগামী ১২ জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে একই মঞ্চে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। পোর্ট ট্রাস্টের মূল অনুষ্ঠান হবে ১২ জানুয়ারি সকালে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেখানে ১০৪ বছর বয়সী এক  পেনশনভোগীকে সম্মান জ্ঞাপনের কর্মসূচিও             রয়েছে। এলআইসির হাতেও ৫০০ কোটি টাকার চেক তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার। স্বাভাবিকভাবেই ওই অনুষ্ঠানের দিকে সব মহলের নজর রয়েছে। প্রধানমন্ত্রীর কলকাতা সফরসূচি নিয়ে সরকারিভাবে কোনো খবর না এলেও, দিল্লি থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি ১০ জানুয়ারি রাতে বা ১১ তারিখ বিকালে কলকাতা শহরে আসবেন। তিনি ১১ তারিখ সন্ধ্যায় হাওড়া ব্রিজের নব আলোকসজ্জার উদ্বোধন করবেন। রাত কাটাবেন রাজভবনে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে কলকাতায় থাকবেন নরেন্দ্র মোদি। বিজেপির রাজ্য প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করতে চান। তাকে দিয়ে রাজ্যে একটি জনসভা করানোর চেষ্টা হচ্ছে বলে রাজনৈতিক মহল সূত্রে জানা গেছে। তবে মুখ্যমন্ত্রী মমতার উপস্থিতিতে এনআরসি বা সিএএ নিয়ে তিনি কী বলেন, সেদিকে সবাই তাকিয়ে থাকবেন। লোকসভা ভোটের আগে মোদি-মমতা সম্পর্ক ‘সাপে নেউলে’ হলেও, বর্তমানে নেত্রীর আক্রমণের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিতও সংসদে দাঁড়িয়ে আক্রমণ করেছেন মমতাকে। আবার কিছুদিন আগে দিল্লির রামলীলা ময়দান থেকে সিএএ ইস্যুতে মমতাকে ছেড়ে কথা বলেননি মোদিও। যেহেতু এনআরসি বা সিএএ নিয়ে রাজ্যের একটি বড় অংশে তুমুল বিক্ষোভ হয়েছে, প্রতিবাদে ট্রেন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, তাই নিরাপত্তার খাতিরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কেউ কিছু বলতে চাননি। কোনো পক্ষ থেকেই এ ব্যাপারে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রীর সচিবালয়ে এই সফরসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্নে বার্তা এসে পৌঁছেছে। আশা করা যাচ্ছে, দু-তিন দিনের মধ্যে চূড়ান্ত সফরসূচি নবান্নে চলে আসবে। কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রীর হাত ধরে ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধনের সম্ভাবনাও রয়েছে।

সর্বশেষ খবর