রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পদের প্রতি মোহ থাকলে ভিসি হওয়া উচিত নয়

নিজস্ব প্রতিবেদক

পদের প্রতি মোহ থাকলে ভিসি হওয়া উচিত নয়

ড. এস এম এ ফায়েজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, যার পদের প্রতি মোহ থাকবে তার উপাচার্য থাকা উচিত নয়। উপাচার্য হওয়ার প্রথম অযোগ্যতা হচ্ছে পদের প্রতি মোহ থাকা। উপাচার্যদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু তাদের পক্ষপাত করার সুযোগ নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি : সমস্যা ও করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)। আয়োজক সংগঠনের চেয়ারম্যান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমীন। প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম এ ফায়েজ আরও বলেন, উপাচার্য তিনি হবেন, যার জ্ঞানের প্রতি আকর্ষণ থাকবে। উপাচার্য হবেন সব পর্যায়ের, সব শিক্ষক-শিক্ষার্থীর। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক সবাই হবেন সব কমিউনিটির শিক্ষার্থীদের জন্য। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমীন বলেন, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিম্ন শ্রেণিতে ভর্তির সমস্যাই বেশি। সন্তানকে স্কুলে ভর্তি করা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার অন্ত থাকে না। এটি থাকা উচিত নয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আগে মালয়েশিয়া থেকে শিক্ষার্থীরা এ দেশে পড়তে আসত। আর এখন এ দেশ থেকে মালয়েশিয়ায় পড়তে যায়। এ দেশের মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে। এই ব্রেইন ড্রেইন বন্ধ করতে হবে।  গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরআইর সদস্য সচিব মোশাররফ আহমেদ ঠাকুর। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিকসহ অন্যরা বক্তব্য দেন।

সর্বশেষ খবর