রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে দেশ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এখন পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ এখন শুধু একদলীয় নয়, এক ব্যক্তির হয়ে যাচ্ছে। একটা পরিবারের হয়ে যাচ্ছে। পরিবারতন্ত্র চলছে এখন। তাকিয়ে দেখেন মনোনয়ন কাকে দেওয়া হচ্ছে। কারা নেতৃত্বে আসছে। তাহলে বোঝা যাবে, ক্ষমতাসীন দল আজকে দেশকে কোনো দিকে নিয়ে যাচ্ছে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনটির সদ্য প্রয়াত নেতা কবীর মুরাদ স্মরণে এই নাগরিক স্মরণ সভার আয়োজন করা হয়। গত ৭ ডিসেম্বর কবীর মুরাদ মারা যান যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যও ছিলেন। জিয়া পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম সলিমুল্লাহ খানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদের পরিচালনায় আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জিয়া পরিষদের অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, প্রয়াত কবীর মুরাদের স্ত্রী বেগম মমতাজ কবীরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদ ও পেশাজীবী নেতারা বক্তব্য দেন।

বর্তমান অবস্থার পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই লড়াই কোনো ছোটখাটো লড়াই নয়, জোর লড়াই। এই লড়াইয়ে সবাইকে অংশ নিতে হবে। প্রত্যেককে অংশ নিয়ে প্রত্যেকের মধ্য দিয়ে একটা মুক্তির বাসনা সৃষ্টি করে এদের পরাজিত করতে হবে। আসুন, আমরা সবাই সেই লক্ষ্যে এগিয়ে যাই। বিএনপি মহাসচিব বলেন, অনেকে প্রশ্ন করছেন, আপনারা নির্বাচনে যাচ্ছেন কেন? বিগত নির্বাচনের এ অবস্থার পরেও। আমরা বলেছি, নির্বাচনটাকে আমরা একটা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে চাই। আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমাদেরকে নির্বাচনে যেতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যাব। সেই জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই সরকারকে নিয়মতান্ত্রিকভাবেই পরাজিত করব।

সর্বশেষ খবর