রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক বছরে দুর্ঘটনা ৪৮৯৪, নিহত ৫২২৭

নিজস্ব প্রতিবেদক

এক বছরে দুর্ঘটনা ৪৮৯৪, নিহত ৫২২৭

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, বিদায়ী বছরে আগের দুই বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা অনেক বেড়েছে। ২০১৯ সালে সড়ক, রেল ও নৌপথে ৪ হাজার ৮৯৪টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২২৭ জন। এর মধ্যে ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ হাজার ৩৫৬ জন। এ ছাড়া রেলপথে ১৬২টি দুর্ঘটনায় ১৯৮ জন এবং ৩০টি নৌ-দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬৪ জন। নিখোঁজ রয়েছেন ১১০ জন। এসব দুর্ঘটনায় নিহত চালক ও হেলপারের সংখ্যা ১ হাজার ১৯০ জন। সড়ক দুর্ঘটনায় পথচারী মারা গেছেন ২ হাজার ৬৬১ জন। এ ছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ হাজার ৪৫৭ জন। দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ময়মনসিংহ জেলায়। সেখানে ২১১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮৮ জন, আহত হয়েছেন ২৬৬ জন। আর সবচেয়ে কম নিহত হয়েছেন ঝালকাঠি জেলায়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে গতকাল ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ সময় নিসচার মহাসচিব সৈয়দ এহসানুল হক কামালসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার ধরন, যানবাহনের ধরনসহ জেলাওয়ারি তালিকা উপস্থাপন করা হয়।

সর্বশেষ খবর