সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইভিএম নিয়ে কাদের ফখরুলের পাল্টাপাল্টি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তর-দক্ষিণ সিটি নির্বাচনে ইভিএম প্রক্রিয়ায় ভোটগ্রহণের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছে বিএনপি। একে ‘ভোটাধিকার হত্যার এক নিঃশব্দ দুরভিসন্ধি প্রকল্প’ বলে উল্লেখ করে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের দাবি জানিয়েছে দলটি।

গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।

মির্জা ফখরুলের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের আঁচ পেয়ে বিএনপি নেতারা আবোল-তাবোল বকছেন। বিএনপি আসলে নির্বাচনের আগেই হেরে গেছে। যে কারণে তাদের মুখে পরাজয়ের সুর। গতকাল রাজধানীর রমনা পার্ক রেস্তোরাঁয় আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল পরবর্তী প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, ‘ইভিএম ব্যবস্থাটা বাতিল করার জন্য বলেছি। আমরা দেখব, এতে নির্বাচন কীভাবে রি-অ্যাক্ট করছে। সেটা দেখার পর আমরা বাকি সিদ্ধান্ত গ্রহণ করব। তিনি বলেন, আগামী ৩০ জানুয়ারির ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে কেএম নূরুল হুদা কমিশনের নেতৃত্বে ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা ভবিষ্যতে সরকার পরিবর্তনের যে কোনো নির্বাচনে প্রযুক্তির মাধ্যমে ভোটাধিকার হত্যার এক নিঃশব্দ প্রকল্প বাস্তবায়নের দুরভিসন্ধি মাত্র। বিএনপি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এই মেশিন ব্যবহারের সিদ্ধান্তকে এক মহাষড়যন্ত্র মনে করে। জনগণের ভোটাধিকার রক্ষার দায়িত্ববোধ থেকে বিএনপি নির্বাচন কমিশনের ইভিএম ব্যবহারের এই সিদ্ধান্তের প্রতিবাদ ও বাতিলের দাবি জানাচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। সিটি করপোরেশন নির্বাচনকে বিএনপি নেতাদের ‘প্রহসনের নির্বাচন’ বলার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন এখনো হলোই না, এর মধ্যে নির্বাচন নিয়ে মির্জা ফখরুল, মওদুদ আহমদ আগাম মন্তব্য করলেন। এটা বিএনপির পুরনো স্বভাব। তারা এভাবেই কথা বলেন। তারা আসলে নির্বাচন হওয়ার আগেই হেরে গেছেন। বিএনপি আন্দোলনে পরাজিত, নির্বাচনে কীভাবে বিজয়ী হবে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, তারা কোনোদিন নির্বাচনে বিজয়ী হয় না। বিএনপি আন্দোলনে পরাজিত, নির্বাচনেও তারা পরাজিত হবে- এটা তারা নিজেরাও ভালো করে জানে।  এ জন্য চাতুরী শুরু করেছে। নির্বাচন হওয়ার আগেই নির্বাচন নিয়ে আগাম বিষোদগার করছে। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর