সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

যুদ্ধ সমাধানের পথ নয়

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধ সমাধানের পথ নয়

লে. জে. এম ফজলে আকবর (অব.)

বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল এম ফজলে আকবর (অব.) বলেছেন, ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যু বিশ্ব রাজনীতিকে কঠিন সময়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এর চাপ পড়তে শুরু করেছে অর্থনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে বুঝতে হবে যুদ্ধ কোনো সমাধান নয়। দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় আলোচনা ও কূটনৈতিক সমাধানে এগোতে হবে দুই পক্ষকে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক এই মহাপরিচালক আরও বলেন, সোলাইমানি হত্যার পরে বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় বিষয়টি ঘোলাটে রূপ নিয়েছে। দুই দিনেই তেলের দাম প্রতি ব্যারেলে তিন ডলার বেড়েছে। ইরানের কার্যক্রমে আরও নজরদারি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক সময়ে প্রতিশোধের হুমকি দিয়েছে ইরানও। আক্রমণের দিকে এগোলে তেল আনা-নেওয়ার বেল্ট কাস্পিয়ান সাগরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে করে ইরানের আমদানি নির্ভর তেলে পণ্য উৎপাদনকারী দেশগুলো অসুবিধায় পড়বে। তেলের দাম বাড়লে ভারত, শ্রীলঙ্কার মতো উৎপাদনকারী দেশে পণ্যের দাম বেড়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হব আমরাও। পুরো বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে যুদ্ধ। এম ফজলে আকবর বলেন, যুদ্ধ কোনো সমাধান বয়ে আনতে পারে না। বরং যুদ্ধের কারণে পাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ে সন্ত্রাসবাদ। ইরাক যুদ্ধে আফগানিস্তানে, সিরিয়ার যুদ্ধে লেবাননসহ অনেকগুলো দেশে সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। তাই আলোচনাই সর্বোত্তম পন্থা। দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় কূটনৈতিক আলোচনা হতে পারে রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে নিষ্কৃতির সবচেয়ে ভালো উপায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর