সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কিছু খেলেই বমি হচ্ছে খালেদা জিয়ার

সাক্ষাৎ করে এসে সেলিমা ইসলাম

নিজস্ব প্রতিবেদক

কিছু খেলেই বমি হচ্ছে খালেদা জিয়ার

উন্নত চিকিৎসা না পেয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন তার মেজো বোন সেলিমা ইসলাম। গতকাল বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

সেলিমা ইসলাম বলেন, জামিন না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি এখন  কথা বলতে পারছেন না। কিছু খেতেও পারছেন না। কিছু খেতে গেলেই তার অনবরত বমি হচ্ছে। ডাক্তার তাকে ওষুধ দিয়েছেন। কিন্তু সে ওষুধে কোনো কাজ হচ্ছে না। খালেদা জিয়াকে বাঁচাতে যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার্থে বিদেশে পাঠানোর দাবি জানান সেলিমা ইসলাম। বেগম খালেদা জিয়া তার রোগমুক্তির জন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। সেলিমা ইসলাম ছাড়াও স্বজনদের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে তার ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিঁথি, কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার বোনের নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম, নাতনি আরিবা ইসলাম প্রমুখ দেখা করেন। সাক্ষাৎ শেষে সেলিমা ইসলাম সাংবাদিকদের সঙ্গে বাইরে কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপাসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও তাঁতী দলের কেন্দ্রীয় নেতা ড. কাজী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। সেলিমা ইসলাম বলেন, ‘তার যে চিকিৎসা দরকার এখানে সে চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা না হলে কেমন করে বাঁচবেন তিনি? তার স্বাস্থ্যের আগের চেয়ে আরও অনেক বেশি অবনতি ঘটেছে। তিনি হাত সোজা করতে পারছেন না। তার হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙ্গুল বাঁকা হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা। দুই হাঁটু অপারেশন করা হয়েছে। হাঁটুতেও ব্যথা। হাঁটু ফুলে গেছে। তিনি পা ফেলতে পারছেন না।’ এর আগে বেলা ৩টার দিকে তার স্বজনরা হাসপাতালে প্রবেশ করেন এবং এক ঘণ্টারও বেশি সময় অবস্থান শেষে তারা সেখান থেকে বের হয়ে আসেন। সাক্ষাৎ শেষে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় কোকোর স্ত্রী শর্মিলা ও তার মেয়ে জাহিয়াকে অঝোরে কাঁদতে দেখা যায়।

সর্বশেষ খবর