বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক বছরেই শিশু ধর্ষণ তিন গুণ

মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

২০১৮ সালে ধর্ষণের শিকার হয় ৩৫৬ শিশু এবং নিহত হয় ২২৭ জন। আর ২০১৯ সালে ধর্ষণের শিকার হয়েছে ৯০২ শিশু এবং হত্যার চেষ্টা করা হয়েছে ২৮০ শিশুকে। এর মধ্যে নিহত হয়েছে ২৬৬ শিশু। অর্থাৎ ২০১৯ সালে শিশু ধর্ষণ বেড়েছে প্রায় তিন গুণ। মানুষের জন্য ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। নিয়মিত ৮টি দৈনিক পত্রিকা বিশ্লেষণ করে এ তথ্য সংগ্রহ করেছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাফিজা শাহীন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালে দেশে সবচেয়ে বেশি সংখ্যক শিশু অর্থাৎ ৯৮৬ শিশু নিহত হয়েছে বিভিন্ন দুর্ঘটনায়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৫৫৩ এবং পানিতে ডুবে মারা গেছে ২৫২ শিশু। এ ছাড়া ধর্ষণ, ধর্ষণ চেষ্টা, হত্যা, অপহরণ, নিখোঁজ ও নির্যাতনের শিকার হয়ে মারা গেছে আরও ৩৬১ জন শিশু। ২০১৯ সালে ১৩ থেকে ১৮ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে সবচেয়ে বেশি অর্থাৎ শতকরা ৪৮ শতাংশ। ৭ থেকে ১২ বছর বয়সী শিশু ৩৯ শতাংশ। এবং সর্বোচ্চ সংখ্যক ধর্ষণের খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ঢাকা জেলায়। দ্বিতীয় অবস্থানে আছে নারায়ণগঞ্জ এবং তৃতীয় অবস্থানে আছে ময়মনসিংহ ও কুমিল্লা জেলা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যারোমা দত্ত এমপি, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা সুলতানা, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।

সর্বশেষ খবর