বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তেহরানে বিমান বিধ্বস্ত, নিহত ১৮০

প্রতিদিন ডেস্ক

ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮০ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানে কারিগরি ত্রুটি থাকায় গতকাল স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। আল জাজিরা, রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, কারিগরি সমস্যার কারণে বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। জরুরি বিভাগের প্রধান পীর হোসেইন কৌলিভান্দ বলেছেন, ‘আগুন অত্যন্ত তীব্র হওয়ায় আমরা কোনো উদ্ধার কাজ করতে পারিনি। আমাদের ২২টি অ্যাম্বুলেন্স, চারটি বাস অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে যায়।’ এয়ার ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্যানুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি ফ্লাইট পিএস ৭৫২ এবং সেটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। তিন বছরের পুরনো এই উড়োজাহাজটি বোয়িং ৭৩৭-এনজি মডেলের ছিল। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, কাউকে জীবিত খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিধ্বস্তের এ ঘটনাটির সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কোনো সম্পর্ক আছে কিনা, তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

সর্বশেষ খবর