বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সময় মাথা উঁচু করে দাঁড়ানোর

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও শাবি প্রতিনিধি

সময় মাথা উঁচু করে দাঁড়ানোর

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সময় এখন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার। সময় এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর, পথ চলার।’ গতকাল বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সমাবর্তনে যোগ দিতে হেলিকপ্টারযোগে গতকাল দুপুর সাড়ে ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রাষ্ট্রপতি। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবর্তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘পৃথিবীর সকল রাষ্ট্রই এখন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের শক্ত ভিত্তি গড়ে তুলছে। তথ্যপ্রযুক্তিনির্ভর নতুন এই বিশ্ব ব্যবস্থায় প্রযুক্তিগত যে কোনো অসামর্থ্যই দেশকে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশকেও প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে। এ জন্য প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরন্তর গবেষণা। নিত্যনতুন প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রসারের ওপরই নির্ভর করে দেশের সমৃদ্ধি।’ শাবির গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘যে কোনো দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে তরুণ সমাজই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে থাকে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। সুতরাং আজ তোমরা যারা গ্র্যাজুয়েট হলে, আমার সামনে এই যে তরুণ, তোমরা এক-একটি আলোর প্রদীপ, তোমাদের সবাইকে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে আসতে হবে। নিতে হবে দেশ ও জাতির দায়ভার। সমাবর্তনে নিজের বক্তব্যের শেষ দিকে সিলেটের সড়কের অপরিচ্ছন্নতার বিষয়ে কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘শাহজালাল ও শাহপরানের এ পবিত্র ভূমির রাস্তাগুলো ঘুরে আমার মন খারাপ হয়ে গেছে। ধারণা করেছিলাম রাস্তা আরও পরিষ্কার থাকবে। এখানে-সেখানে পলিথিন, কলার বাকল, কাগজ পড়েছিল। বিদেশের রাস্তাঘাটে থুথু ফেলতেও মানুষ ভয় পায়, অথচ আমাদের দেশে মানুষ নোংরা করার আগে একবারও ভাবে না। তাদের পরিষ্কারের মানসিকতা হারিয়ে গেছে।’ এক্ষত্রে তিনি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে বলেন। সমাবর্তনে শাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের ডিন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর