শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাগদাদে গ্রিনজোনে রকেট হামলা

শান্তি আলোচনা চান ট্রাম্প ইসরায়েলে চিকিৎসা নিচ্ছেন আহত মার্কিন সেনারা, পারস্য উপসাগরে ভারতের যুদ্ধজাহাজ, যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করল ব্রিটেন

তানভীর আহমেদ

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পরই নিরাপত্তা বাহিনীর সাইরেন বেজে ওঠে আর গোটা এলাকা কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। যুক্তরাষ্ট্রের দূতাবাস ‘গ্রিনজোন’ নামক বিশেষ এলাকায় অবস্থিত, যেখানে রয়েছে আরও বেশ কয়েকটি প্রভাবশালী দেশের দূতাবাস। প্রধানমন্ত্রীর অফিস ও ইরাকি সংসদ ভবনও এখানে। এ ঘটনার তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিবৃতিতে বলেছেন, ইরানের সঙ্গে তিনি নিঃশর্ত শান্তি আলোচনা চান। বিবৃতিতে তিনি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার জন্য বিশ্বের ক্ষমতাধর পাঁচটি দেশের প্রতি আহ্বান জানান। কিন্তু তাঁর এ ডাকে সাড়া দেয়নি ব্রিটেন। দেশটির সরকার বলেছে, নিরাপত্তাগত কারণে এ সমঝোতা রক্ষা করা লন্ডনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন ঘাঁটিতে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। ইসরায়েলের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে বাগদাদের দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২২৪ মার্কিন সেনা ইসরায়েলের তেলআবিবে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে উপগ্রহের চিত্রে স্পষ্ট হয়েছে সেদিনের ইরানি হামলার ভয়াবহতা। মার্কিন ঘাঁটিতে রাডারব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ‘সোলাইমানিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের “হাত” কেটেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের “পা” কাটাই হবে তার প্রতিশোধ।’

রকেট হামলার বিকট শব্দ : বার্তা সংস্থা এএফপি জানায়, গত বুধবার মধ্যরাতে বাগদাদের গ্রিনজোনে বিকট শব্দে দুটি রকেট আঘাত হানে। ইরাকি যৌথ সামরিক কমান্ড সিএনএনকে জানিয়েছে, দুটি কাতিউশা রকেট বাগদাদের গ্রিনজোনের অভ্যন্তরে এসে পড়েছিল। ইরাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা কার্যালয় থেকে বলা হয়েছে, যে দুটি রকেট বাগদাদের আন্তর্জাতিক এলাকায় পড়েছে, সেখানে ন্যাটো বাহিনী রয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ওপর মার্কিন প্রেসিডেন্ট বিবৃতি দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এ হামলা চালানো হলো।

ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনা চায় যুক্তরাষ্ট্র : আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে হুমকির মুখে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। হোয়াইট হাউসে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যিনি চান, তার সঙ্গেই শান্তি আলোচনায় প্রস্তুত আমেরিকা।’ ভাষণের শুরুতেই ট্রাম্প বলেন, ‘আমি যত দিন আমেরিকার প্রেসিডেন্ট থাকব তত দিন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’ এদিকে জাতিসংঘে দেওয়া এক চিঠিতে যুক্তরাষ্ট্র কাসেম সোলাইমানিকে হত্যার যুক্তি তুলে বলেছে- নিজেদের রক্ষা করার জন্যই এ কাজ করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক চিঠিতে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট বলেছেন, ‘ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে তৈরি আছে।’ ইরানও জাতিসংঘে বলেছে, নিজেদের রক্ষার জন্যই এ মিসাইল হামলা চালানো হয়েছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি এক চিঠিতে জানিয়েছেন, ইরান কোনো যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না। মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট ও যথাযথ সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরান আত্মরক্ষার চেষ্টা করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

ইরান পিছপা হবে না-রুহানি : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ইরান পিছপা হয় না।’ প্রতিশোধমূলক হামলার পর ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার জেনে রাখা উচিত, তারা অপরাধ করলে এর কড়া জবাব পাবে।’ এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেন, ‘সম্প্রতি ইরান পরমাণু সমঝোতার বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসার যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার পরও আমাদের যৌথ নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এ সমঝোতাকে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।’

উপসাগরে ভারতের যুদ্ধজাহাজ : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় এলাকার পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয় অবস্থায় রাখা হয়েছে নৌবাহিনীকে।

সর্বশেষ খবর