শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

মুজিববর্ষের কাউন্টডাউন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিন বেলা ১টা ৪১ মিনিটে তিনি সদ্যস্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে লন্ডন যান। এরপর দিল্লি হয়ে ঢাকা ফেরেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের ব্যাপক প্রস্তুতি সামনে রেখে এবার দিবসটি পালিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনের কাউন্টডাউন আজ শুরু হচ্ছে। আজ কেন্দ্রীয়ভাবে বিকালে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের কাউন্টডাউন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও সব পাবলিক প্লেসে একই সঙ্গে কাউন্টডাউন শুরু হবে। এদিন সারা দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি পয়েন্টে, বিভাগীয় শহরগুলো, ৫৩ জেলা ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে মোট ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ঢাবিতে মুজিববর্ষের কাউন্টডাউন উদ্বোধন আজ : আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করা হবে আজ (শুক্রবার) বিকাল ৫টা ১৫ মিনিটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর উদ্বোধন করবেন।

সর্বশেষ খবর