শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সংসদে রাষ্ট্রপতি

আইনের শাসন সমুন্নত রাখতে প্রচেষ্টা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশে আইনের শাসন সুসংহত ও সমুন্নত রাখার ক্ষেত্রে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করা হয়েছে। তবে জাতীয় ঐকমত্য ছাড়া শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না। জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাক্সক্ষার সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থসামাজিক উন্নয়নে সব রাজনৈতিক দল, শ্রেণি ও পেশা নির্বিশেষে সবার ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নতুন বছরে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সংবিধান অনুযায়ী বছরের সংসদের প্রথম অধিবশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন।

পরে চলমান সংসদের সদস্য মো. ইউনুস আলী সরকার, সাবেক এমপি ফজিলাতুন্নেছা বাপ্পীসহ বিশিষ্ট জনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। ইউনুস আলী সরকারের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা প্রমুখ অংশ নেন।  তারা মরহুমের জীবন ও কর্মের স্মৃতিচারণ করেন। পরে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর