শিরোনাম
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডাক্তার হতে হবে সেবার জন্যই

নিজস্ব প্রতিবেদক

ডাক্তার হতে হবে সেবার জন্যই

ব্যারিস্টার রফিক-উল হক

আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, ‘চিকিৎসা একটি মহৎ পেশা। এর মাধ্যমে মানব সেবার সুযোগ পাওয়া যায়। আর মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার সেবা নিহিত। তাই মানুষের সেবার জন্যই চিকিৎসক হতে হবে। ভালো চিকিৎসক  হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে।’ গতকাল রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ১২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীনবরণ উপলক্ষে সকালে পৌষ পার্বণের পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। এ সময় বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিংয়ের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক ডা. মো. আনোয়ার হোসেন মুন্সী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ারের চেয়ারম্যান আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. মুহাম্মদ আবদুস সবুর। মেডিকেল কলেজের নিচতলায় পিঠা উৎসবের উদ্বোধন করেন ব্যারিস্টার রফিক-উল হক।

সর্বশেষ খবর