শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

৬৪ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬৪ জেলায় ৬৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে কালের কণ্ঠ। সম্মাননাস্বরূপ কালের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে তুলে দেওয়া হয় উত্তরীয়, ক্রেস্ট ও ১০ হাজার টাকা। এ ছাড়া জেলায় জেলায় বর্ণিল শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কালের কণ্ঠ শুভসংঘ।

কালের কণ্ঠ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভসংঘের আয়োজনে প্রত্যেক জেলার একজন বীর মুক্তিযোদ্ধাকে এ বছর সম্মাননা জানিয়েছে কালের কণ্ঠ। যাদের সম্মাননা জানানো হয়েছে তারা হলেন, চুয়াডাঙ্গায় খন্দকার সাইদুর রহমান বীরপ্রতীক, কুড়িগ্রামে হোসায়েন আলী, মাদারীপুরে খলিলুর রহমান খান, রাজবাড়ীতে ফকির আবদুল জব্বার, পিরোজপুরে মোহাম্মদ হারুন অর রশিদ, রাজশাহীতে মো. সফিকুর রহমান রাজা, পাবনায় হাবিবুর রহমান হাবিব, নরসিংদীতে বাদল কুমার সাহা, চাঁদপুরে আলী আহম্মেদ, গোপালগঞ্জে অটল কুমার মজুমদার, বরিশালে মো. আবদুল মন্নান, যশোরে ইজ্জত আলী, খাগড়াছড়িতে রণ বিক্রম ত্রিপুরা, গাজীপুরে মো. আবদুর রউফ, কিশোরগঞ্জে মো. ইসমাইল, বাগেরহাটে মেহেরুন্নেছা মীরা, সুনামগঞ্জে মালেক হুসেন পীর, বান্দরবানে মং শৈ হ্লা, মানিকগঞ্জে ইয়াকুব আলী, হবিগঞ্জে মোহাম্মদ আলী টিপু, নড়াইলে মো. সাত্তার মোল্লা, টাঙ্গাইলে মোকাদ্দেস আলী, ঝালকাঠিতে মো. শহীদ ইমাম পাশা, শেরপুরে আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরু, জামালপুরে মো. হায়দার আলী, বগুড়ায় মো. মহসিন আলী, বরগুনায় আনোয়ার হোসেন মনোয়ার, নীলফামারীতে অনিল চন্দ্র রায়, ফরিদপুরে মো. আবুল ফয়েজ, মাগুরায় মোল্লা নবুওত আলী, ব্রাহ্মণবাড়িয়ায় মো. অহিদ মিয়া, নেত্রকোনায় রঞ্জিত সাহা, কুষ্টিয়ায় মো. রফিকুল আলম, শরীয়তপুরে আবদুস সামাদ তালুকদার, গাইবান্ধায় মাহমুদুল হক শাহাজাদা, নারায়ণগঞ্জে মহিউদ্দিন আহমেদ রতন, মুন্সীগঞ্জে মো. ফজলে এলাহি, লালমনিরহাটে হেলাল উদ্দিন, ফেনীতে মীর হোসেন, ভোলায় মো. কাঞ্চন মিয়া, কুমিল্লায় আলী তাহের মজুমদার, চট্টগ্রামে জয় হরি সিকদার, মেহেরপুরে মো. আসাদুজ্জামান টুনু, কক্সবাজারে ক্যাপ্টেন (অব.) আবদুস ছোবহান, খুলনায় বিনয় কৃষ্ণ সরকার, রাঙামাটিতে রবার্ট রোনাল্ড পিন্টু, নওগাঁয় মো. হারুন অর রশিদ, ময়মনসিংহে এস এ কালাম, সাতক্ষীরায় আবদুল মালেক সোনা, নাটোরে সোলায়মান আলী বীরপ্রতীক, চাঁপাইনবাবগঞ্জে সৈয়দ আলী হোসেন মিয়া, জয়পুরহাটে মো. রেজাউল করিম, মৌলভীবাজারে আবদুল লতিফ, দিনাজপুরে ডা. মো. ফজলুল হক, রংপুরে মো. ওবায়দুল্লাহ, পটুয়াখালীতে আলতাফ হায়দার, নোয়াখালীতে ফজলুল হক বাদল, ঝিনাইদহে গোলাম মোস্তফা লোটন, লক্ষ্মীপুরে হুমায়ুন কবির তোফায়েল, সিলেটে মো. আবদুল জলিল, পঞ্চগড়ে জফির উদ্দিন আহমেদ, ঠাকুরগাঁওয়ে মো. মোজাম্মেল হক, সিরাজগঞ্জে মো. সোহরাব আলী সরকার ও ঢাকায় সৈয়দ মনিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর