শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাবির সেই ছাত্রী জবানবন্দি দিলেন আদালতে

মজনুকে জিজ্ঞাসাবাদ চলছে

আদালত প্রতিবেদক

ঢাবির সেই ছাত্রী  জবানবন্দি দিলেন আদালতে

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নারী ও শিশু নির্যাতন আইনে ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেন। এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক  ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীকে আদালতে উপস্থাপন করেন। ঘটনার বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারা অনুযায়ী ভিকটিমের জবানবন্দি গ্রহণের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এর আগে ৯ জানুয়ারি ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনুকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। রিমান্ড আবেদনে বলা হয়, ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী কুর্মিটোলা বাসস্ট্যান্ডের ফুটপাথ দিয়ে যাওয়ার সময় মজনু তাকে পেছন থেকে গলা ধরে মাটিতে ফেলে দেয়। তার গলা চেপে ধরে। ছাত্রী চিৎকার করার চেষ্টা করলে মজনু তাকে কিলঘুষি মারে। ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে ওই ছাত্রী অজ্ঞান হয়ে গেলে তাকে ধর্ষণ করে মজনু। এ ঘটনায় ৬ জানুয়ারি সকালে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। ৮ জানুয়ারি ভোরে মজনুকে রাজধানীর শেওড়া এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে।

সিরিয়াল ধর্ষক মজনুকে জিজ্ঞাসাবাদ চলছে : সিরিয়াল ধর্ষক মজনুকে জিজ্ঞাসাবাদ চলছে। ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় আর কেউ জড়িত কিনা- এমন তথ্য নেওয়া হচ্ছে  মজনুর কাছ থেকে। তার কর্মকাে র পেছনে সহযোগী কারা তাদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। রিমান্ডে গতকাল প্রথমদিনের মতো মজনুকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর