শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মধ্যপ্রাচ্য সংকট বিশ্ব আর্থ-রাজনীতিকে নাজুক করেছে

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্য সংকট বিশ্ব আর্থ-রাজনীতিকে নাজুক করেছে

অধ্যাপক ড. দেলোয়ার হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেছেন, ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ঘোলাটে রূপ নিয়েছে। এর মধ্যেই বেড়েছে তেলের দাম। যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য সংকটকে ঘনীভূত করেছে। এতে বিশ্ব অর্থনীতি-রাজনীতি নাজুক অবস্থায় পড়েছে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের টানাপড়েন ছিল। এ পরিস্থিতি মোকাবিলা করে চীনের মতো  অনেক দেশ তাদের অর্থনীতির চাকা এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু দুই দেশের এই পাল্টাপাল্টি আক্রমণ বিশ্ব রাজনীতিকে কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি নতুন নয়। এর আগে ইরাক-ইরান যুদ্ধ করেছে। দীর্ঘ এক দশক যুদ্ধ চলেছে। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করেছে। সিরিয়া, লিবিয়ায় গৃহযুদ্ধ এখনো থেমে থেমে চলছে। ফিলিস্তিন ইস্যু নিয়ে যুদ্ধ হয়েছে। অনেক দিন ধরে এ অঞ্চল অশান্ত। ড. দেলোয়ার হোসেন আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ভিতরে বিতর্কিত অবস্থায় রয়েছেন। এর মধ্যে ইরানের কমান্ডার সোলাইমানির ওপর আক্রমণ করে জাতীয়তাবাদকে উসকে দিয়ে রাজনৈতিক ফায়দার চেষ্টা করেছেন। অবশ্য ট্রাম্পের রাজনীতির সঙ্গে এই আক্রমণের অমিল নেই। তিনি শুরু থেকেই ইরানের ওপর কঠোর মনোভাব ব্যক্ত করেছেন। ওবামার করে যাওয়া চুক্তিও বাতিল করেছেন। এদিকে ইরানের অভ্যন্তরেও বিরোধী পক্ষ কিছু বিক্ষোভ করেছে। তারাও পাল্টা আক্রমণ করে অভ্যন্তরীণ চাপ থেকে মুক্ত হতে চাইছে। দুই দেশই যুদ্ধের মধ্য দিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে জনপ্রিয় হওয়ার পথ খুঁজছেন। কিন্তু এতে সার্বভৌমত্ব হারাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তেলের বাজার অস্থিতিশীল হওয়ায় ঝুঁকির মুখে পড়ছে উন্নয়নশীল দেশগুলো।

সর্বশেষ খবর