শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গণতন্ত্র ও খালেদা মুক্তির এই ভোট

------- মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে সামনে নিয়ে আমরা সেই আন্দোলন শুরু করলাম। আজ থেকে আমাদের নতুন আন্দোলন শুরু হলো। এই আন্দোলন গণতন্ত্র মুক্ত করার আন্দোলন, জনগণকে মুক্ত করার আন্দোলন। এই আন্দোলনে আমাদের মার্কা ধানের শীষ। গতকাল রাজধানীতে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের দুই  প্রার্থীর সঙ্গে পৃথকভাবে প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে ঢাকা সিটি করপোরেশন উত্তরের বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, এটি আন্দোলনের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্ত হবে। ধানের শীষের প্রার্থী তাবিথ আউওয়ালকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে পারব। বিজয় আমাদের  সুনিশ্চিত। এর আগে তিনি তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে ধানের শীষের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রচারে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন,  আমরা বিএনপির পক্ষ থেকে মেয়র পদে যাকে মনোনয়ন দিয়েছি তিনি বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেনের বড় ছেলে তরুণ নেতা। ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন  দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন বেগম খালেদা জিয়া। ইশরাককে মনোনয়ন দিয়েছেন দলের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে ধানের শীষ প্রতীকে ঢাকাবাসীর ভোট প্রত্যাশা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর