শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড

নিজস্ব প্রতিবেদক

এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমাদের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ বিএনপি। তাদের মহাসচিব নির্বাচনী কার্যক্রমে অংশ নিলে আমি পারছি না কেন? এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড? গতকাল তেজগাঁও এলেনবাড়িতে  সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা জোন অফিসে সড়ক ও জনপথ অধিদফতরের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল (প্রতিকৃতি) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ প্রশ্ন তোলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তা করতে পারবেন না। বিএনপির মহাসচিব নির্বাচনী ক্যাম্পেইন করতে পারবেন কিন্তু আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি তা করতে পারবেন না। এটা কি লেভেল প্লেয়িং ফিল্ড হলো? নির্বাচন কমিশনের কাছে আমি জানতে চাইÑ এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড? এখানে মির্জা ফখরুল ইসলাম আছেন, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি নেই! বিএনপি জনসম্মুখে প্রচার চালাতে পারবে অথচ আওয়ামী লীগের সংসদ সদস্যরা কেন পারবেন না, তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন থেকেই যায়। প্রতিবেশী দেশ ভারতের নির্বাচনী আইনের উদাহরণ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের বিধানসভা নির্বাচনে তাদের প্রধানমন্ত্রীও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন, অথচ আমরা তা পারি না। এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তিনি বলেন, আমরা তারপরও বলব, নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি আমরা পালন করব। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এ আচরণবিধি সম্পূর্ণভাবে মেনে চলছি। আচরণবিধি মেনে চলতে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর