বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

সচল ঢাকা গড়তে চান আতিক

নিজস্ব প্রতিবেদক

সচল ঢাকা গড়তে চান আতিক

প্রতীক বরাদ্দের পর বিভিন্ন এলাকা ঘুরে নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। সচল, নিরাপদ, আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ইশতেহারেও এ বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানান তিনি। আতিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নিরাপদ, নারী-শিশু বান্ধব, আলোকোজ্জ্বল ঢাকা গড়তে সড়কে ৪৮ হাজার এলইডি লাইট লাগানোর পরিকল্পনা আছে। ঢাকা উত্তর সিটির পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, ‘শিশুদের জন্য পার্ক, খেলার মাঠ গড়ে তোলা হবে। প্রতিটি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়া হবে। এ বিষয়গুলো আমার নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পাবে।’

গতকাল রাজধানীর ফার্মগেট, তেজগাঁওয়ে গণসংযোগ করেন আতিকুল ইসলাম। ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনের ফাঁকা জায়গায় সমাবেশে তিনি বলেন, ‘আমরা একটি পরিকল্পিত শহর গড়তে চাই। এজন্য ঘরে ঘরে উন্নয়নের মার্কা নৌকা পৌঁছে দিতে হবে। ঢাকাকে যানজটমুক্ত করার উদ্যোগ নেব।’

আতিকুল ইসলাম ও দলীয় নেতা-কর্মীরা এখান থেকেই শুরু করেন প্রচার। এরপর ঢাকা-১২ আসনের অন্তর্ভুক্ত ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ডের হলিক্রস স্কুল গলি, ছাপড়া মসজিদ, তেজকুনিপাড়া, লুকাসের মোড়, রেলগেট, নাবিস্কো, বেগুনবাড়ী ও তেজগাঁওয়ে গণসংযোগ করেন আতিক। সকালে আল-রাজী হাসপাতালের সামনে পিকআপ ভ্যানে শুরু হয় প্রচারের কাজ। পিকআপের সামনে বড় দুটি সাউন্ডবক্সে বাজতে থাকে আওয়ামী লীগের নির্বাচনী ‘থিম সং’। এর সঙ্গে নৌকা প্রতীকে স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা। মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘বাসমালিকদের সঙ্গে বসে বাসের রুট ঠিক করার কাজ করব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আপনাদের নিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর ঢাকা শহর গড়ে তুলব। ঢাকা শহরের জলাবদ্ধতা আমাদের আরেকটি চ্যালেঞ্জ। নির্বাচিত হলে পর্যায়ক্রমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করব।’ ফার্মগেট-কুনিপাড়ায় এ প্রচার সমাবেশে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, অভিনেতা রিয়াজ, অভিনেত্রী বাঁধন, টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু, ফুটবলার কায়সার হামিদসহ আরও কয়েকজন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব। তারা এ এলাকার বাসিন্দা, দোকানদারদের হাতে লিফলেট দিয়ে আতিকের পক্ষে ভোট চান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর